নীল স্যুইমওয়্যারের সঙ্গে ক্রপ টপ, সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়ালেন সানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jul 2020 02:52 PM (IST)
1
সানির সঙ্গে আছেন তাঁর তিন সন্তান। নিশা, নোয়া, আশের। সোশ্যাল মিডিয়া পোস্টে সানি লিখেছেন, তিন সন্তানের সুরক্ষার কথা ভেবেই তাঁর ক্যালিফোর্নিয়া উড়ে যাওয়ার সিদ্ধান্ত।
2
স্বামী ড্যানিয়েলের সঙ্গে আনন্দ করছেন চুটিয়ে।
3
উজ্জ্বল কমলায় ঝলমলে সানি সোশ্যাল মিডিয়ায় নজর কাড়লেন।
4
মুম্বইতে থাকার সময়ও করোনা বিধি মেনে চলেছেন অক্ষরে অক্ষরে। মে মাসে ক্যালিফোর্নিয়া গিয়েও মেনে চলছেন সামাজিক দূরত্বের বিধি।
5
স্বামী ড্যানিয়েলের বাহুডোরে ধরা দিয়েছেন ঠিকই। কিন্তু অন্য সকলের সঙ্গে মেনে চলছেন সামাজিক দূরত্ব।
6
'সান' এর সঙ্গে সানি লিওন। ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে ছড়ালেন উষ্ণতা। সমুদ্র নীল সুইমওয়্যার, সঙ্গে ক্রপ টপে মোহময়ী সানি।