কোন কোন শর্তে পুরীর রথযাত্রায় সুপ্রিম-অনুমতি?
ভক্ত ছাড়াই এবছর রথযাত্রার আয়োজন করা সম্ভব। কার্ফু জারি করে হবে রথযাত্রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভক্ত ছাড়াই এবছর রথযাত্রার আয়োজন করা সম্ভব। কার্ফু জারি করে হবে রথযাত্রা।
মন্দিরের বাইরে ৩ কিলোমিটার পর্যন্ত ব্যারিকেড করে দেওয়া হবে
এক একটি রথের রশিতে ৫০০-জনের বেশি টান দিতে পারবেন না।
কেন্দ্র, রাজ্য, মন্দির কমিটি সমন্বয় রেখে কাজ করে হবে।
স্বাস্থ্য নিয়ে কেন্দ্রের গাইডলাইন পালন করতে হবে। সড়ক, রেল, বিমানবন্দর সহ পুরীর সমস্ত প্রবেশ পথ বন্ধ রাখতে হবে। কার্ফু চলাকালীন বাড়ি, হোটেল বা লজের বাইরে বেরোনো যাবে না।
এক একটি রথের রশিতে ৫০০-জনের বেশি টান দিতে পারবেন না।
কোনও ভক্ত নয়, শুধুমাত্র সেবায়েতরাই রথের রশিতে টান দিতে পারবেন। করোনা পরীক্ষায় তাঁদের রিপোর্ট নেগেটিভ এলে, তবেই রথযাত্রায় অংশগ্রহণ।
দর্শক সমাগমে নিষেধাজ্ঞা থাকলেও, ভিস্যুয়াল মিডিয়া ও টিভি ক্যামেরা অবাধ সম্প্রচার করতে পারবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -