দেখুন, দল বেঁধে দাঁতালের দাপাদাপি তিন জেলায়, বাঁকুড়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ারে ছড়াল হাতি-আতঙ্ক
এর আগে হাতি লোকালয়ে ঢুকে পড়েনি, আতঙ্কে বাসিন্দারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্থানীয় দুর্গা মণ্ডপ, কালী মন্দির, বিডিও অফিস চত্বরে ঘুরে তারা আশ্রয় নেয় খড়জোড়া গ্রামে।
জঙ্গলমহলের আরেক জেলা ঝাড়গ্রামেও হাতির আতঙ্ক। শনিবার সকালে গিধনি বাজারে হানা দেয় ১৩টি হাতির দল।
বেলিয়াতোড়ের রেঞ্জার দেবদাস রায় জানিয়েছেন। বন কর্মীরা প্রস্তুত। ফসল ওঠার আগে তাড়ানো হলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা। তাই পরে চিন্তাভাবনা করা হবে।
পশ্চিম মেদিনীপুর থেকে আসা দলটিতে রয়েছে ২৫-৩০টি হাতি। ফসল তোলার সময় হাতির হানায় আতঙ্কিত গ্রামবাসীরা।
গত কয়েকদিন ধরে বাঁকুড়ার বেলিয়াতোড় ও বড়জোড়ায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল।
ঘুম উড়েছে বাসিন্দাদের।
কুমারগ্রামের পাকড়িগুড়ি এলাকায় দাপিয়ে বেড়ায় তারা। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
হাতির হানা আলিপুরদুয়ারে। শনিবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভলকা রেঞ্জের জঙ্গল থেকে বেরিয়ে আসে ৮-১০টি হাতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -