'আমিও অবসাদের স্বীকার হয়েছিলাম' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শার্লিনের অভিজ্ঞতার কথা
সব ছবি - শার্লিন চোপড়ার ইনস্টাগ্রাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপারিপার্শ্বিক পরিস্থিতি ছাড়াও শার্লিনকে লড়াই করতে হয়েছিল নিজের মনের সঙ্গেও।
শার্লিন মুম্বইতে একাই এসেছিলেন এবং তিনি তাঁর পরিবারের কথা ভেবেই নিজের লড়াই চালিয়ে গিয়েছেন।
নিজের জীবন যুদ্ধের কথা বলতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের লড়াইয়ের কথা বলেছেন শার্লিন। বলেছেন, পরিযায়ী শ্রমিকরা করোনা পরিস্থিতিতে নিজেদের জীবন বাজি রেখে রোজ লড়াই করছেন।
অভিনেত্রী বলেছেন, 'আমি ঠিক করি নিজের জীবন যাপন স্বাভাবিক ও সুস্থ করব। আমি ধূমপান ছেড়ে দিই। নিয়মিত শরীরচর্চা শুরু করি। নিজেকে আরও এখন শক্তিশালী মনে হয় আমার।'
সম্প্রতি বলিউড অভিনেত্রী শার্লিন জানান, অবসাদের স্বীকার হয়েছিলেন তিনিও। কেমন করে সেই অবসাদ কাটিয়ে উঠেছিলেন শার্লিন সে কথা জানান তিনি।
২০০৫ সালে বাবা কে হারান শার্লিন। তাঁর বাবা একজন চিকিৎসক ছিলেন। শার্লিন তখন কলেজে পড়তেন। অন্ধ্রপ্রদেশে সুনামির সময় চিকিৎসা করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যান তিনি।
শার্লিন আরও বলেন, 'আমি আরও বুঝতে পারি পৃথিবীতে সমস্ত মানুষ খারাপ নয়। ভালো খারাপ মিলিয়ে মানুষ। সমস্ত কিছু নিয়েই জীবনে বাঁচতে হবে।'
শার্লিন জানান, প্রথমে তিনি ভাবতেই পারেন নি বাবাকে ছাড়া কি ভাবে জীবন কাটাবেন। ধীরে ধীরে নিজের জন্য বাঁচতে শেখেন শার্লিন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অবসাদ নিয়ে মুখ খুলেছেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী। আর এবার সেই অবসাদ নিয়েই মুখ খুললেন শার্লিন চোপড়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -