মুখে মাস্ক, করোনা আবহে কুমারী পুজোর অন্য ছবি বাগবাজার, বেলুড়মঠে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2020 11:06 AM (IST)
1
কুমারীপুজো। মহাষ্টমীর অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু করোনাকালে রীতি না বদলালেও বদলে গেল ছবিটা। কোথাও কুমারীর মুখে রইল মাস্ক। কোথাও রীতি ভেঙে কুমারীকে নিয়ে এলেন না মহারাজরা।
2
কুমারী এখানে পুজিত হল সুভাগা রূপে।
3
এই প্রথমবার মূল মন্দিরের ভিতর হল পুজো।
4
এদিকে রীতি মেনে এদিন কুমারী পুজো হল বেলুড় মঠেও।
5
এদিন তিথি মেনে অষ্টমী তিথি শেষ হওয়ার আগেই করা হয় পুষ্পাঞ্জলী।
6
সমস্ত জায়গাতেই করোনা পরীক্ষা করা হয়েছিল কুমারীদের।
7
প্রথা ভেঙে এই বছর বাগবাজারে বন্ধ রইল লাঠিখেলাও।
8
বাগবাজার সর্বজনীনে কুমারীর মুখে দেখা গেল মাস্ক।
9
করোনা আবহে সমস্ত বিধি মেনেই করা হল কুমারীপুজো।