অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ৫ শিল্পীর শিল্প প্রদর্শনী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jan 2021 11:22 AM (IST)
1
2
3
4
5
দেখুন তাঁদের আঁকা আরও ছবি।
6
জীবনের নানা মুহূর্তের নৈর্ব্যক্তিক রূপ ধরা পড়েছে তাঁদের ছবিতে।
7
এই ৫ শিল্পী হলেন প্রিয়ঙ্কা দাস, সৃজনী দাসমুন্সি, দীপাঞ্জন দত্ত ভৌমিক, আত্রেয়ী রায় ও টুম্পা হাজরা। এঁরা গড়ে তুলেছেন নিজস্ব শিল্পী গোষ্ঠী প্রতীতি।
8
২২ তারিখ শুরু হয়েছে এই প্রদর্শনী। আজই শেষ দিন।
9
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে চলছে এমনই পাঁচ শিল্পীর আঁকা ছবির প্রদর্শনী।
10
এঁরা কেউই পেশাগতভাবে শিল্পী নন, সকলেই অন্যান্য পেশার সঙ্গে যুক্ত। কিন্তু রং তুলির ওপর টান দীর্ঘদিনের।