খোলা পিঠে ট্যাটুর উঁকি, পরনে বেনারসি, দীপাবলিতে প্রিয়ঙ্কা দিলেন বিশেষ বার্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2020 05:45 PM (IST)
1
সবাইকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। লেখা ও ছবি সৌজন্য- প্রিয়ঙ্কা সরকার।
2
ভালো থাকি আমরা, আর ভালো থাকুক আমাদের পরিবেশ।
3
এবার না হয় থাকুক হৃদয় থেকে প্রসারিত শুভ কামনার আলোকমালা।
4
আতসবাজির বিষবাস্পে যারা এই মহামারীতে আক্রান্ত হয়েছেন বা সুস্থ হয়ে উঠেছেন, তারা কেউ-ই যেন অসুবিধায় না পড়েন, তাদের কারুরই যাতে শারীরিক ক্ষতি না সৃষ্টি করে, তার দায়িত্বও আমাদের।
5
এই দীপাবলিতে ভালো হোক আমাদের সবার, আলোকিত হোক চারিদিক। কিন্তু আমাদের ভালো থাকা আমাদেরই হাতে। আসুন না, এবার দীপাবলি প্রদীপ প্রজ্জ্বলনেই সীমাবদ্ধ রাখি।
6
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব-বিরোধ-মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো।
7
মেতে উঠলেন আলোর উৎসবে, সঙ্গে ভুললেন না বাড়তি সতর্ক থেকে দীপাবলিতে মেতে ওঠার বার্তা দিতে।