Puja Banerjee Baby Pic: একরত্তির নাম কৃশব, প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পূজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jan 2021 10:04 PM (IST)
1
একরত্তির নাম কৃশব। মায়ের কোলে দিব্যি খোশমেজাজেই রয়েছে সে। আর আদুরে অভিব্যক্তিতে ক্যামেরায় তাকিয়ে পূজা বন্দ্যোপাধ্যায়। বলিউড ও টলিউডের নতুন মা।
2
প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রকাশ্যে আনবেন না ছেলের ছবি। কিন্তু অবশেষে সিদ্ধান্ত বদলাতেই হল। অভিনেত্রীর মতে, অন্য কেউ ছেলের ছবি দেওয়ার আগে তাঁর নিজের সেই ছবি প্রকাশ করে দেওয়াই শ্রেয় বলে মনে হয়েছে।
3
পূজার সঙ্গে কথা বলে জানা গেল, মার্চ মাসে কলকাতায় শ্যুটের কাজে আসছেন। আর এই প্রথম বার পূজার সঙ্গে তাঁর রাজপুত্তুরও কলকাতা শহরে পা রাখবেন।
4
পূজা ও তাঁর স্বামী দু'জনে মিলে তাঁদের বেশির ভাগ সময়ই ছেলের সঙ্গে কাটাচ্ছেন। একটু একটু রাস্তাতেও বেরোচ্ছে কৃশব
5
আবার শ্যুটিং সেটে ফিরেছেন পূজা। শেয়ার করেছেন এক্সক্লুসিভ ছবিও।