চাষের জমিতে আটকে পড়েছে বিশালাকার ময়াল সাপ! দেখতে ভীড় করল উৎসাহী জনতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Aug 2020 04:41 PM (IST)
1
বনদফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
2
প্রায় ১০ ফুট লম্বা এই সাপকে দেখতে ভীড় জমায় গ্রামবাসীরা।
3
দুর্গাপুরের কাঁকসা থানা র পানাগড় এলাকা থেকে উদ্ধার বিশালাকার পাইথন।
4
আজ সকালে ক্ষেতের জালে আটকে পড়ে এই পাইথন বা ময়াল সাপটি।
5
কাঁকসায় এই ধরনের সাপ আগেও কয়েক বার দেখা গেছে।
6
বনদফতরকে খবর দেওয়া হয়।