অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেটশিকারীর তালিকায় কপিলকে ছাপিয়ে গেলেন অশ্বিন
এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলছে ভারতীয় দল। এর আগে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলেছিল ভারত। ছবি সৌজন্যে ট্যুইটার
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন নাথান লিয়ন। তাঁর উইকেট সংখ্যা এখনও পর্যন্ত ৮৫।
১১১ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে অনিল কুম্বলে। ৯৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে হরভজন সিংহ। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
এদিন চার উইকেট নিয়ে এক অসাধারণ নজির গড়েন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় এখন তিন নম্বরে অশ্বিন। তিনি কিংবদন্তী কপিলদেবকে ছাপিয়ে গিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৭৯ উইকেট নেন কপিল। অশ্বিনের ৮০ উইকেট হয়ে গেল। ছবি সৌজন্যে ট্যুইটার
স্মিথ গত ৮টি ম্যাচ ৭টি শতরান করেন। তিনি দুর্দান্ত ফর্মে। কিন্তু অশ্বিনের বলে তিনি মাত্র ১ রান করেই আউট হয়ে যান। ছবি সৌজন্যে ট্যুইটার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশেষ করে তিনি যে বলে স্টিভ স্মিথকে ফেরান, সেটি অসাধারণ ছিল। স্লিপে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েন স্মিথ। ছবি সৌজন্যে গেটি ইমেজেস