সান্তার উপহারের বাক্সে করে হাজির ছোট্ট ইউভান, আদরে ভরিয়ে দিলেন রাজ-শুভশ্রী
আআজ গোটা পরিবারের সঙ্গে সময় কাটান পরিচালক-নায়িকা জুটি। সবাই মিলে মেতে ওঠেন আনন্দে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন রাজ। ছবি সৌজন্যে - রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেবল নিজেরা নয়, আরবানায় রাজশ্রীর সুখী গৃহকোণও সেজে উঠেছিল বড়দিনের বিশেষ সাজে।
সকালবেলা ইউভানের এই ছবিটি পোস্ট করেছিলেন রাজ। লিখেছিলেন, প্রথম ক্রিসমাসের জন্য সম্পূর্ণ তৈরি ইউভান
মাথায় সান্তাক্লজের টুপি, গোল গোল চোখে তাকিয়ে আছে একরত্তি। আর তাকে আদরে ভরিয়ে তুলছেন বাবা-মা। নেটাগরিকরা উচ্ছসিত মিষ্টি এই ফ্যামিলি ফ্রেম দেখে। কারণ? কারণ ফ্রেমে রয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর তাঁদের সদ্যজাত রাজপুত্র ইউভান।
সান্তাক্লজের উপহারের বাক্সে ইউভান। সত্যিই রাজশ্রী জুটির কাছে সবচেয়ে দামি উপহার সেইই।
আজ সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি শেয়ার করেন রাজ। ক্রিসমাসের সাজে মিষ্টি দেখাচ্ছে নায়িকাকেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -