দেখতে দেখতে হতে চলল ২ মাস, ইউভানের ছোট্ট দুটো পায়ের আদরে বিহ্বল রাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Nov 2020 10:55 AM (IST)
1
পরিবারে অনেক ঝড়ঝাপটার পরই ইউভানের আগমন। তারপর থেকেই রাজশ্রীর সম্পর্কে শুধুই আনন্দ। তাই সুযোগ পেলেই রাজ আদরে ভরিয়ে দেন স্ত্রীকে।
2
তখন সে সবেই পৃথিবীতে। দেখতে দেখতে এখন সে ২ মাসের।
3
মায়ের কোলে ইউভানের আদুরে-ঘুম।
4
হাসপাতাল থেকে সদ্যোজাত পুত্রর কচি পায়ে ঠোঁট ছুঁইয়ে আদরের এই ছবিটি শেয়ার করেছিলেন শুভশ্রী।
5
ছোট্ট ছোট্ট পায়ে ইউভানের আদর বাবার নাকে। খুশি ধরে রাখতে পারছেন না রাজ।
6
মা হওয়ার প্রতিটি মুহূর্ত এভাবেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ১২ সেপ্টেম্বর ২ মাস পূর্ণ হবে রাজ-পুত্র ইউভানের। তার আগেই কচি হাত ধরে মায়ের পোস্ট ইনস্টাগ্রামে।