'ওর যন্ত্রণার প্রভাব পড়েছিল পারফরম্যান্সে', দীপিকার অবসাদ নিয়ে মুখ খুললেন রণবীর
মানসিক স্বাস্থ্য, অবসাদের মতো বিষয়গুলি নিয়ে বরাবরই সরব দীপিকা পাডু়কোন। শুধু দীপিকাই নয়, তাঁর জীবনসঙ্গী রণবীর সিংও স্ত্রীর জীবনের ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা’ নিয়ে কথা। একটি শো-তে এসে দীপিকার অবসাদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন রণবীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
ওই শো-তে নিজেদের জীবন, সমস্যা ও অবসাদ নিয়ে খোলামেলা আলোচনা করেন দীপভীর।
অবসাদের সঙ্গে দীপিকার লড়াই নিয়ে রণবীর বললেন- ‘এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা’। রাম লীলা' তারকা যোগ করেন-' দীপিকা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর জোরে জোরে চিত্কার শুরু করে ও'।
দীপিকা বলেন, ‘আমার মনে হয় আমার একটু চুপচাপ হওয়াটা আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল। নিজেকে জাহির করা, মন খুলে আত্মপ্রকাশ করবার সুযোগটা ক্যামেরার সামনে আমি পেয়েছি ককটেল ছবিতে। এটা এমন একটা ছবি যেখানে আমি ক্যামেরার সামনে প্রচন্ড রকম আহত,হতাশাগ্রস্ত হিসাবে নিজেকে তুলে ধরেছি। সেই আনন্দটা যখন আমি অনুভব করতে পারলাম, তারপর আর আমাকে পিছন ফিরে তাকাতে হয়নি’।
দীপিকার এই যাত্রা সম্পর্কে রণবীরকে বলতে শোনা গেল ‘ ও নিজের জীবনে একটা বড়সড় আবেগের চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। হয়ত সেটা ও নিজেও বুঝতে পারছিল না। তবে এই সমস্যাটাই পর্দায় ওর অভিনয় দক্ষতাকে আরও ক্ষুরধার করেছিল। সেই যন্ত্রণার প্রতিফলন ওর পারফরম্যান্সে ঘটতে শুরু করে’।
২০১২ সালে মুক্তি পাওয়া ককটেল ছবির প্রসঙ্গ তুলে দীপিকা বলেন, সেই ছবিই ছিল তাঁর জীবনের অন্যতম ইউ টার্ন। জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে ককটেল। দীপভীরের পাশাপাশি শো-এ উপস্থিত ছিলেন দীপিকার ‘ককটেল’ পরিচালক ইমতিয়াজ আলি।
প্রসঙ্গত, রণবীর কপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই অবসাদের শিকার হয়েছিলেন দীপিকা। পরবর্তিকালে তাঁর জীবনে আসেন রণবীর সিং। বর্তমানে তাঁরা বিবাহিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -