হৃদরোগীরা সতর্ক থাকুন, বলছে মীন রাশি, কী বলছে আপনার ভাগ্য?
কাজকর্মের চ্যালেঞ্জের সামনে দৃঢ় থাকুন। বসকে কাজ দেখানোর চেষ্টা করবেন না, হিতে বিপরীত হতে পারে। টিমওয়ার্কে জোর দিন, সবার সঙ্গে সুসম্পর্ক রাখুন। গোটা দিনের পরিশ্রমের ফল সন্ধে নাগাদ পাবেন। ব্যবসা ও চাকরি দুক্ষেত্রেই ভাল ফল মিলতে পারে।
তাড়াহুড়ো করতে গিয়ে আজ সময় নষ্ট হতে পারে। চাকরিজীবীদের কাজকর্ম নিজের পছন্দমত না চলায় উদ্বিগ্ন হবেন না, সময়ের ওপর ছেড়ে দিন। অকারণ চাপ কাজ নষ্ট করতে পারে। মাথার যন্ত্রণা হতে পারে।
সকলের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন, পেশার পক্ষে ভাল হবে। অফিসিয়াল কাজের ব্যাপারে সজাগ থাকুন। ব্যবসায়ীরাও বিষয়টি নজরে রাখুন। যত বেশি যোগাযোগ বাড়াবেন, তত বেশি লাভ হবে। মেশিনে কাজ করলে সতর্কতা বজায় রাখুন।
মন শান্ত রাখুন, সংযমী আচরণ করুন। আলস্য ও বিলাসিতার প্রতি আকৃষ্ট হতে পারেন। কর্মক্ষেত্রে ভাল করবেন, বসের বিশ্বাসভাজন হবেন। শিগগিরই সুদিন আসছে, উন্নতি হবে। ব্যবসায়ীদের গ্রাহকদের সঙ্গে ছোটখাটো বিষয়ে অশান্তির আশঙ্কা রয়েছে।
ধৈর্য কম থাকলে বড় প্রজেক্ট হাত থেকে বেরিয়ে যেতে পারে। ফলে কঠোর পরিশ্রমের পরেও আশাপ্রদ ফল না পেতে পারেন। ব্যবসায় যদি তেমন ভাল ফল নাও করতে পারেন, পরিশ্রম ছাড়বেন না। ব্যবসা বাড়াবোর চেষ্টা করুন। হৃদরোগীরা সতর্ক থাকুন।
লাভের জন্য আজ ভুল পথ বাছবেন না। বিরোধীরা আপনাকে উসকিয়ে সঙ্কটের পরিস্থিতি তৈরি করতে পারে। অফিসের কাজের সময় কোনও নিয়ম ভাঙবেন না। ব্যবসায়ীরা গ্রাহকদের পছন্দ বুঝে তাঁদের সন্তুষ্ট করার চেষ্টা করুন। শিক্ষার্থীরা পড়ায় জোর দিন, সময় ভাল যাচ্ছে, ভাল ফল মিলবে।
পরিশ্রম করুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সংবাদমাধ্যম ও সমাজসেবার সঙ্গে যুক্তদের পক্ষে ভাল দিন। ব্যবসায়ে কাজের চাপ বাড়বে। তবে ক্লান্তি দূর হবে দ্রুত। বড়সড় অসুস্থতার আশঙ্কা। অবিবাহিতদের বিয়ের কথা চলতে পারে।
খোলা মনে সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পরিশ্রম করে যে কাজ করেছেন তা সফল হবে। অফিসে জুনিয়রদের কাজে সাহায্য করুন, সম্মান পাবেন। চাকরিতে দ্রুত পরিবর্তন আসবে।
আর্থিক ও সামাজিক লাভ পেতে সক্রিয় হন, পরিশ্রম বাড়ান। বিরোধীরা আপনার ভুল খোঁজার চেষ্টা করবে। তাই কাজে সেরাটা দেওয়ার চেষ্টা করুন। কাপড়ের ব্যবসায়ীদের পক্ষে ভাল দিন। অংশীদারিত্বে কাজ করলে সিদ্ধান্ত নেওয়ার সময় ঐকমত্য জরুরি।
আজকের দিনটা ভালমন্দ মিশিয়ে যাবে। আচমকা কোথাও যাত্রা হতে পারে। অফিসের কাজে ছোটাছুটির চাপ বাড়বে। দোকানদাররা মজুত বাড়ান। অল্পবয়সীরা মায়ের কথা শুনুন, সম্মান করুন। শিক্ষার্থীরা পরীক্ষার জন্য পরিশ্রম শুরু করুন।
কোনও প্রতিযোগিতায় যাবেন না, শুধু নিজের কাজে ফোকাস করুন। পারফরম্যান্সে কমতি দেখা দিলে আলস্য একেবারে দেখাবেন না। পরিশ্রম করে যাই করবেন, তার সুফল পাবেন। অফিসে পরিবেশ শান্তিপূর্ণ রাখুন। চামড়ার কর্মীদের সাবধানে থাকতে হবে। নতুন সম্পর্ক হতে পারে।