✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

ধনু রাশির জাতকদের আজ শহর ছাড়তে হতে পারে, কী বলছে আপনার রাশিফল?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  05 Feb 2021 08:20 AM (IST)
1

আজ যত দূর সম্ভব শেখার চেষ্টা করুন। যদি অন্য কাউকে শেখানোর সুযোগ পান সম্পূর্ণ উৎসাহ নিয়ে এগিয়ে যান। কাজে সাফল্য না পেলে হতাশ হবেন না। অফিসে কাজের চাপ বাড়লে ভয় পাবেন না। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা আর্থিক কাজকর্ম সম্পর্কে পরিকল্পনা করুন। যাঁরা ডাক্তারি এন্ট্রান্সের চেষ্টা করছেন, তাঁরা পড়াশোনায় আরও গুরুত্ব দিন।

2

আজ মানসিকভাবে মজবুত থাকবেন, সম্পূর্ণ সামর্থ্য নিয়ে লক্ষ্যে ফোকাস করুন, সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে। বসের দেওয়া কাজ সম্পূর্ণ দায়িত্ব নিয়ে শেষ করুন। ব্যবসায়ীরা আর্থিক লেনদেন সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকুন। টাকা ধার দিতে হলে কাগজপত্রে চুক্তি করতে ভুলবেন না।

3

আজ কোনও কারণে মন খারাপ হতে পারে। ভজন-কীর্তন থেকে ইতিবাচক মানসিকতা ফিরে পাবেন। অফিসে যদি টিম লিডার হিসেবে কাজ করেন, তবে অধস্তনদের ওপর কড়া নিয়মকানুন প্রয়োগ করবেন না। এতে কর্মস্থলে মানসিক দূরত্ব বাড়বে। খাবারদাবারের ব্যবসা যাঁরা করেন তাঁরা ভাল লাভ করবেন।

4

আজ সময় বার করে নিজের পছন্দের কাজকর্ম করুন, মন প্রসন্ন হবে। দরকারি কাজে শহর ছাড়তে হতে পারে। তবে যাত্রা কষ্টকর হওয়ার আশঙ্কা। অন্যের কথা শুনে কোনও সিদ্ধান্ত নেবেন না, অফিসে সংযমী ব্যবহার করুন। মিডিয়ার সঙ্গে যুক্তদের ভাল সময় যাচ্ছে। যাঁরা জমিবাড়িতে বিনিয়োগ করেছেন, তাঁরা ভাল লাভ করবেন।

5

আজকের দিনটা আরামে কাটবে। খুব বেশি দরকার না পড়লে কাজকর্ম নিয়ে আজ আর মাথা ঘামাবেন না। ভবিষ্যতের জন্য কাজকর্মের পরিকল্পনা ঠিক করুন। কাপড়ের ব্যবসায়ীরা দারুণ লাভ করবেন। হিসেবনিকেশ নিয়ে সতর্ক থাকুন, শিক্ষার্থীরা মাথা ঠান্ডা রেখে পড়াশোনায় মন দিন। যুবক যুবতীরা কেরিয়ারে ফোকাস করুন।

6

আজ সকলের সঙ্গে সমান ব্যবহার করুন। আপনার সব কাজ সাফল্য পাবে, তাই শেষ সময়ে ফোকাস হারাবেন না। নতুন চাকরির ইন্টারভিউ দেবেন যাঁরা তাঁদের সাফল্যের প্রবল সম্ভাবনা। ব্যবসায়ীরা আপাতত ঝুঁকি নেবেন না, বয়স্কদের পরামর্শ নেওয়া ফলপ্রসূ হবে। বিদেশি জিনিসপত্র বিক্রি করে ভাল লাভ করবেন।

7

আজ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন। বড়দের কথায় মন খারাপ করবেন না, মনে রাখবেন, এঁরা আপনার পথ প্রদর্শক হতে পারেন। কেরিয়ার নিয়ে গুরুত্ব দিয়ে ভাবুন। ব্যবসায়ীরা মনমত লাভ করতে না পারলে হতাশ হবেন না। যুবক যুবতীরা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন।

8

নিজেকে আপডেট রাখতে হলে শেখার মানসিকতা ছাড়বেন না। মাথায় রাখবেন, অকারণে বিবাদে জড়িয়ে পড়লে অপযশ আসতে পারে। এখনই সকলের সঙ্গে সুসম্পর্ক তৈরির সময়। ব্যবসায়ীরা সরকারি কাজকর্ম সম্পূর্ণ নিয়মমত পালন করুন, কাগজপত্রের খেয়াল রাখুন। আচমকা সফরের সুযোগ আসতে পারে।

9

আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকতে পারে, সম্পূর্ণ ফোকাস নিয়ে কাজকর্ম করুন। অফিস থেকে সুখবর আসতে পারে। বিদেশ থেকে চাকরির অফার আসতে পারে। ব্যবসায়ীরা লাভ না হওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কিন্তু নিরাশ হবেন না। যুবক যুবতীরা বেআইনি কাজকর্ম থেকে বিরত থাকুন, না হলে বিপদে পড়বেন।

10

সামাজিক রূপে যাঁরা সক্রিয়, তাঁরা নিজেদের কর্মীদেরও সজাগ রাখুন। কলা জগতের সঙ্গে যুক্তদের হাতে ভাল অবসর আসবে। এই সময় নিজেদের স্কিলে আরও শান দিন। কারও প্রতি কড়া কথা বলবেন না। কসমেটিক্স ব্যবসায়ীরা স্টক ভর্তি রাখুন, গ্রাহকরা সন্তুষ্ট হবেন। এতে নিকট ভবিষ্যতে আর্থিক লাভ বাড়বে।

11

আজ পুরো উৎসাহ নিয়ে নতুন কাজে হাত দিন, সাফল্য অবশ্যই মিলবে। সফটওয়্যার সম্পর্কিত কাজকর্ম যাঁরা করেন, তাঁরা সাফল্য পাবেন। সোনা রুপোর ব্যবসায়ীরা লাভ করবেন। ক্রেতাদের জিনিসপত্র বিক্রি করার সময় তার গুণগত মান সম্পর্কে খেয়াল রাখুন। শিক্ষার্থীরা লেখাপড়ায় অবহেলা করবেন না।

12

আজ অজান্তে করা ভুল সমস্যা সৃষ্টি করতে পারে। অফিসের কাজকর্ম পুরো মন দিয়ে করুন। কোনও প্রতিযোগিতায় যোগ দিতে হলে পরিশ্রম বাড়ান। ব্যবসায়ীদের ঠিকমত রণনীতি তৈরি করতে হবে, না হলে প্রতিদ্বন্দ্বীরা পিছনে ফেলে বেরিয়ে যাবেন। যি৭ার্থীরা সময় নষ্ট করবেন না, না হলে ভবিষ্যৎ প্রস্তুতিতে খামতি থেকে যাবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • ধনু রাশির জাতকদের আজ শহর ছাড়তে হতে পারে, কী বলছে আপনার রাশিফল?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.