✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

অফিসে ঝামেলা হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  05 Jan 2021 07:50 AM (IST)
1

আজ আপনার সব কাজ ঠিকঠাক হবে, নিজেকে উৎসাহী ও ফোকাসড রাখুন। জীবনের প্রতি ওঠা প্রশ্নের জবাব বইয়ে পাবেন। কাজ করতে গিয়ে কিছু বুঝতে না পারলে তার টেকনিক বোঝার চেষ্টা করুন, উপকার পাবেন। মেডিক্যাল ও কলা জগতে প্রবেশে ইচ্ছুকদের ভাল সময়।

2

আজ আর্থিক লাভ করবেন। পুরনো বিনিয়োগ থেকে ভাল মুনাফা জুটবে। কাজকর্মে একটুও অবহেলা করবেন না, নয়তো জসমক্ষে অপমানিত হতে পারেন। ব্যবসায়ীদের হিসেবনিকেশ সাবধানে করতে হবে, ছোট ভুলেও সমস্যা হতে পারে। গ্রাহকদের সঙ্গে অকারণে ঝামেলা করবেন না।

3

নিজের উচ্চাকাঙ্খা আজ আপনার দুঃখের কারণ হবে। নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন। ভবিষ্যতের জন্য জনসংযোগ বাড়ান, পাঁচজনের সঙ্গে মেলামেশা করুন। পৈত্রিক ব্যবসার সঙ্গে যুক্তরা লাভ করবেন। ব্যবসায় লোকসান হতে দেখলে বিজ্ঞাপনের সাহায্য নিন।

4

আজ মাথা ঠান্ডা রেখে কাজ করুন, অবশ্যই উপকার পাবেন। ঘরে বাইরে সর্বত্র মানুষের সাহায্য মিলবে। চাকরির প্রমোশন ও বদলির সম্ভাবনা প্রবল। শিক্ষার্থীদের পড়াশোনায় ফোকাস রাখতে হবে। নির্মাণ ব্যবসায়ীদের সব নিয়মকানুন অক্ষরে অক্ষরে মেনে চলা দরকার।

5

শেষ না হওয়া পুরনো কাজ আজ শেষ হবে। ইতিবাচক চিন্তার সঙ্গে নতুন দিন শুরু করুন। ডেটা সিকিউরিটির ব্যাপারে সজাগ থাকুন। কর্মস্থলে মহিলা সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। নিজের সংযম বাড়ান, অকারণ ঝামেলায় জড়াবেন না।

6

আজ অকারণ উদ্বেগ মানসিক অশান্তি ডেকে আনতে পারে। অধস্তনদের সঙ্গে বোঝাপড়া বিগড়ে গিয়ে লোকসানের আশঙ্কা। হার্ডওয়ার কারবারীরা গ্রাহকের চাহিদার ওপর নজর দিন। সংক্রমণের আশঙ্কা। ড্রাইভিংয়ের সময় সতর্ক থাকুন, দুর্ঘটনা হতে পারে।

7

আজ নিজেকে একলা ভাববেন না, বন্ধুদের সঙ্গে সময় কাটান। অফিসের পরিস্থিতি আপনার অনুকূল নয়, তবে ভাগ্যের সহায়তায় সঙ্কট কেটে যাবে। অফিসের কাজকর্মের জন্য নিজেকে আপডেট রাখুন। যুবক যুবতীরা লক্ষ্যের জন্য ফোকাস আলগা করবেন না। বাড়িতে আগুন সংক্রান্ত দুর্ঘটনা হতে পারে।

8

আজ কোনও কারণে মন বিষণ্ণ থাকতে পারে কিন্তু নিজেকে প্রসন্ন রাখার চেষ্টা করুন। অফিসের কাজে অন্য শহরে যেতে হতে পারে। লোহার ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা। পুরনো ডিল চূড়ান্ত না হওয়ায় মন খারাপ হতে পারে। শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মন দেওয়া উচিত।

9

আজ কোনও অচেনা লোককে ভরসা করবেন না। উপার্জন বাড়াতে শ্রী হনুমানের আরাধনা করুন। আপনার কাজকর্মে খুশি হয়ে বস দায়িত্ব বাড়াতে পারেন। ব্যবসা শুরু করতে হলে প্রথমেই বড় বিনিয়োগ করবেন না। কিছুটা অভিজ্ঞতা বাড়লে বাজেট বাড়াতে পারেন।

10

জীবিকার জন্য আজকের দিনটা সম্পূর্ণ সতর্ক থাকুন। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ভাল সময় চলছে। চাকরিজীবীরা টিমওয়ার্কে জোর দিন। গুরুত্বপূর্ণ বৈঠক বা প্রজেক্টে কাজ করার সময় অন্যের পরামর্শে গুরুত্ব দিন। টেলিকমিউনিকেশন কারবারীরা ভাল লাভ করবেন।

11

সুব্যবহার করে সকলের সহযোগিতা পাবেন। কিন্তু একটু সতর্কতা বজায় রাখুন, কারও সঙ্গে খারাপ আচরণ করবেন না। গোটা দিন এনার্জিতে ভরপুর থাকবেন। চাকরির চেষ্টা করলে দ্রুত সাফল্য আসবে। বড় প্রজেক্টে কাজ করলে সতর্ক থাকুন, ভুল হওয়ার আশঙ্কা।

12

আজ দিন শুরু করুন হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ করে। অফিসের কাজ করতে গিয়ে সময়ের খেয়াল রাখুন। যদি সময়ে কাজ শেষ না করতে পারেন, সিনিয়রদের আগে থেকে জানিয়ে রাখুন। তাঁদের পরামর্শ নিতে দেরি করবেন না। খাবারদাবারের ব্যবসায়ীদের খাবারের গুণমান সম্পর্কে অত্যন্ত সাবধান থাকতে হবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • অফিসে ঝামেলা হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.