Shiva: ১৯ বছর পর শ্রাবণে দুর্লভ যোগ, মহাদেবকে এই দিনে জল নিবেদনে কাটবে দুর্ভোগ
হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ তাৎপর্য রয়েছে। শিবভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই মাসের জন্য। শ্রাবণ মাসে মানুষ প্রতিদিন শিবের অভিষেক-পূজা করে। সোমবার শ্রাবণ উপবাসও পালন করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার ভোলেনাথকে খুশি করতে এ বছর ভক্তরা এক নয়, দু’মাস শ্রাবণের শুভ সময় পাবেন। বহু বছর পর এমন বিরল কাকতালীয় ঘটনা ঘটেছে। জ্যোতিষমতে প্রায় ১৯ বছর পর, ২ মাস মিলিয়ে শ্রাবণ মাস পড়েছে। যে কারণে ৩০ দিনের পরিবর্তে ৫৯ দিন পালিত হবে।
২০২৩ এর শ্রাবণ মাস শুরু হবে ৪ জুলাই থেকে, শেষ হবে ৩১ অগাস্ট। এই বছর শ্রাবণ মাসের মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। কারণ হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর শ্রাবণ চলবে পুরো দু-মাস ধরে। ফলে মহাদেবের পুজো করার জন্য দ্বিগুণ সময় পেয়ে যাবেন তাঁর ভক্তরা। ১৯ বছর পর এই দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে।
হিন্দু পঞ্জিকা মতে এই বছর দু-মাস ধরে শ্রাবণ মাস চলায় পুরো আটটি শ্রাবণ সোমবার পাওয়া যাবে। ফলে চার নয়, আট সোমবার ধরে মহাদেবের নামে উপবাস ও জলাভিষেক করতে পারবেন তাঁর ভক্তরা।
শ্রাবণ দু-মাস ধরে চলায় ২০৮০ বিক্রম সংবত ১২ নয়, ১৩ মাস ধরে চলবে। এই বছর একটি মলমাস থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতি তিন বছর অন্তর বাংলা বছরের সঙ্গে একটি করে অতিরিক্ত মাস যুক্ত হয়।
শ্রাবণের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় কারণ শ্রাবণ মাস এবং সোমবার উভয়ই ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবারে উপবাস, ভগবান শিবের পূজা, শিবলিঙ্গকে অভিষেক করলে জীবনে অপার সুখ, সম্পদ, সম্মান ইত্যাদি পাওয়া যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -