Akshaya Tritiya 2024 : অক্ষয় তৃতীয়ায় চমকাবে ভাগ্য, অক্ষয় হবে সমৃদ্ধি, ৩ রাশির উন্নতির প্রবল সম্ভাবনা
অক্ষয় তৃতীয়া ৷ পাঁজি মতে, পয়লা বৈশাখের পর বাংলা বছরের প্রথম শুভদিন ৷ পয়লা বৈশাখের মতো এদিনও হালখাতা হয় দোকানে দোকানে ৷ সেই উপলক্ষ্যে লক্ষ্মী-গণেশের পুজো করাতে এদিন বিভিন্ন মন্দিরে ভিড় করেন ব্যবসায়ীরা ৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগ, দ্বাপরযুগ ও ত্রেতাযুগের সূচনা হয়। কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়া দান ধ্যানের জন্যও গুরুত্বপূর্ণ। এই দিনে, কর্ম, সেবা এবং দান ইত্যাদির মাধ্যমে মানবধর্ম অনুসরণ করুন।
এই বছর অক্ষয় তৃতীয়া ১০ মে অর্থাৎ শুক্রবার। ১০০ বছর পর এবার অক্ষয় তৃতীয়ায় গজকেশরী রাজযোগও গঠিত হবে।
শত বছর পরে এবার অক্ষয় তৃতীয়ায় গজকেশরী রাজযোগ গঠিত হচ্ছে। অক্ষয় তৃতীয়ায় গজকেশরী রাজযোগ গঠনের ফলে আগামী দিনে কয়েকটি রাশির জন্য শুভ ফল আসতে পারে।
মেষ রাশি - হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন মেষ রাশির জাতকরা। চাকরিজীবীদের জন্য ভাল খবর আসতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আর্থিক লাভের সুবর্ণ আছে।
চাকরির ভালো সুযোগ আসবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এই রাশির জাতকদের । যে কোনও কাজ করতে হলে এই রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে।
সিংহ রাশি - সিংহ রাশির জাতকদের জন্য দশম ঘরে গজকেশরী রাজযোগ তৈরি হবে। তার ফলে বিশেষ উপকৃত হবেন সিংহ-র জাতকরা। এদের আর্থিক লাভ ও উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় পরিশ্রম করলে ভাল ফল মিলবেই।
কর্কট রাশি - গজকেশরী যোগ গঠনের ফলে উপকৃত হবেন কর্কট রাশির জাতকরা। এদিন দান ধ্যানে উপকার পাবেন। কর্কটের নবম ঘরে এই রাজযোগ তৈরি হতে চলেছে। তার সরাসরি প্রভাব পড়বে অর্থনৈতিক অবস্থায়।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -