Ambubachi Mela 2023: অম্বুবাচী শেষে খোলা হল কামাখ্যা মন্দিরের দ্বার, নামল ভক্তদের ঢল
প্রতিবছর অম্বুবাচীতে ৩ দিনের জন্য বন্ধ থাকে কামাখ্যা মন্দির। ততদিন অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা। তিন দিন বন্ধ থাকার পরে আজ ফের খুলেছে কামাখ্যা মন্দিরের দ্বার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে মন্দির। পুজো দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছেন ভক্তরা।
এই সময়েই আর্শীবাদ স্বরূপ রক্ত বস্ত্রখণ্ড বিলি করা হয় মন্দিরে। সেই বস্ত্র লাভের আশাতেই প্রতিবছর অম্বুবাচী শেষে ভক্তদের ঢল নামে কামাখ্যা মন্দিরে।
অন্যতম শক্তিপীঠ এই কামাখ্যা। কথিত রয়েছে, সতীর মৃত্যুর উপর ভয়ানক ক্রোধিত হয়ে সতীর দেহ নিয়ে প্রলয়নৃত্য শুরু করেছিলেন দেবাদিদেব মহাদেব।
সেই সময় সৃষ্টি বাঁচানোর জন্য এবং মহাদেবের ক্রোধ লাগামে আনার জন্য সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছিলেন ভগবান বিষ্ণু।
সেই সময়েই সতীর দেহের টুকরো যেখানে যেখানে পড়েছিল সেখানেই পরে শক্তিপীঠ তৈরি হয়। তন্ত্রাচার এবং শক্তি উপাসনার অন্যতম পীঠ এবং তীর্থক্ষেত্রে কামাখ্যা।
২৩ জুন শুরু হয়েছিল অম্বুবাচী। ২৬ জুন খুলল মন্দির। চারদিনের পরে এদিন 'নিভৃতি' হয়।
এদিন নিভৃতির পরে যাবতীয় অনুষ্ঠান ও আচার পালন হয়। সেই আচার-রীতি দেখার জন্যই এদিন ভিড় জমান ভক্তরা।
২৩ জুন, রাত আড়াইটেয় শুরু হয়েছিল অম্বুবাচী মেলার প্রভৃত্তি আচার। এটিই তিন-দিন, তিন রাতের অনুষ্ঠানের শুরু।
এই সময় থেকেই কামাখ্যা মন্দিরের মূল দরজা বন্ধ করা হয়। তারপর ২৬ জুন, খোলা হল কামাখ্যা মন্দিরের দরজা। এই উৎসব উপলক্ষে গোটা মন্দির সাজিয়ে তোলা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -