Ambubachi Mela 2024: অম্বুবাচী মেলা উপলক্ষে কামাখ্যা মন্দিরে মানুষের ঢল, ভিড় তন্ত্রের উপাসকদেরও
সাধারণত প্রতিবছরই আষাঢ় মাসের সাত তারিখ থেকে অম্বুবাচী মেলা শুরু হয় অসমের গুয়াহাটির কাছে অবস্থিত কামাখ্য মন্দির চত্বরে। এই উপলক্ষে মন্দির চারদিন বন্ধ থাকলেও দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ এসে ভিড় করেন। এবারও প্রচুর মানুষের ঢল নেমেছে।(ছবি সৌজন্য- পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাস্ত্র মতে, ৫১টি শক্তিপীঠের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হল কামাখ্যা। ধর্মীয় বিশ্বাস, ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র যখন সতীর দেহ খণ্ডিত করছিল তখন এখানে তাঁর যোনি পড়েছিল। অম্বুবাচীর সময় এখানে রজঃস্বলা হন দেবী।(ছবি সৌজন্য- পিটিআই)
অম্বুবাচীর সময় মন্দির বন্ধ থাকলেও বছরে অন্যান্য সময়ের থেকে ভিড় বেশি হয়। মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করার পাশাপাশি এর চত্বরে বসে পুজো, যজ্ঞ ও ধ্যান করেন ভক্তরা। মাতৃ শক্তির আরাধনায় ব্রতী হন দূরদূরান্ত থেকে আসা মানুষ।(ছবি সৌজন্য- পিটিআই)
এই বছরও মেলা শুরু হওয়ার আগে থেকে দেশ তথা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মা কামাখ্যার ভক্ত ও উপাসকরা দলে দলে এসে জড়ো হয়েছেন মালিগাঁওয়ের নীলাচল পর্বতে। তাঁদের মধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন রাজ্যের তৈরি করা বিভিন্ন আশ্রয়স্থলে।(ছবি সৌজন্য- পিটিআই)
কামাখ্য মন্দিরকে মেলা উপলক্ষে আলো ও ফুল দিয়ে অপূর্ব সাজে সাজানো হয়েছে। প্রচুর মানুষ নানা ধরনের জিনিস নিয়ে বেচাকেনার আসরও বসিয়েছেন সেখানে। মিলছে তান্ত্রিক ক্রিয়ায় ব্যবহৃত বিভিন্ন ধরনের গাছ থেকে শুরু করে নানা ধরনের জিনিসপত্র।(ছবি সৌজন্য- পিটিআই)
অম্বুবাচী মেলা উপলক্ষে ভক্তদের পাশাপাশি কামাখ্য মন্দিরে এসেছেন বছরের অন্য সময়ে লোকচুক্ষর অন্তরালে থাকা বিভিন্ন তন্ত্র সাধকরাও। তাঁদের নানা কর্মকাণ্ডে সাধারণ মানুষকে হতবাক হতেও দেখা যাচ্ছে।(ছবি সৌজন্য- পিটিআই)
কামাখ্যা মন্দিরে মেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে নানা রকমের পরিষেবা দিচ্ছে বিভিন্ন সংস্থা। ধনী ব্যক্তিরাও কামাখ্য মন্দির সংলগ্ন এলাকা সহ নানা জায়গায় বিনামূল্যে জল ও খাবার বিলি করছেন।(ছবি সৌজন্য- পিটিআই)
বন্ধ মন্দিরের চারিদিকে বিভিন ধরনের শোভাযাত্রা বের করতে দেখা যাচ্ছে ভক্তদের। সাধুদের মন্ত্রোচ্চারণের পাশাপাশি যোগাসন করতে দেখা গেছে ১০তম আন্তর্জাতিক যোগ দিবসের দিন।(ছবি সৌজন্য- পিটিআই)
অম্বুবাচী মেলাকে শান্তিপূর্ণভাবে করার জন্য তৎপর রয়েছে অসমের প্রশাসনও। কামাখ্যা মন্দির চত্বরের পাশাপাশি গুয়াহাটি এবং মালিগাঁও শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে প্রচুর নিরাপত্তা কর্মী।(ছবি সৌজন্য- পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -