Ambubachi Kamakhya: অম্বুবাচীর সময় নিজে থেকেই বন্ধ হয় কামাখ্যা মন্দিরের দরজা, মন্দির থেকে বের হয় লাল তরল !
অম্বুবাচী। বিশ্বাস,এই সময় ঋতুমতী হন মাতা বসুন্ধরা। সেই উপলক্ষ্যে নানা নিয়ম পালন করা হয় দেশ জুড়ে। বিশেষত অসমের কামাখ্যা মন্দিরে এই উপলক্ষে আয়োজিত হয় মেলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাচীন ভারতের প্রাগজ্যোতিষপুরই হল আজকের কামাখ্যা। ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর ৩ শিখরের ওপর দেবী কামাখ্যার অধিষ্ঠান। গোটা নীলাচল পর্বতজুড়ে ছড়িয়ে রয়েছে দশমহাবিদ্যার মন্দির।
আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচী। তিনদিন চলে সেই পর্যায়। আগামী ২৫ জুন অবধি চলবে এই পর্যায়।
কামাখ্যা মন্দিরের মূল ফটক এই সময় বন্ধ থাকে। দেবী পুজো হয় না। কথিত আছে, এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয়।
এই সময় দেবীর মন্দির বন্ধ থাকে। আর সকলে মন্দির ঘিরে কীর্তন করেন। এরপর চতুর্থ দিনে এই পর্যায় শেষ হলে মন্দির খুলে যায়। রক্তবস্ত্র আশীর্বাদ হিসেবে মেলে।
ভক্তদের বিশ্বাস, এই কাপড় গ্রহণ করলে মনের সব আশাপূর্ণ হয়।
বিভিন্ন প্রান্ত থেকে এই সময় তন্ত্র-মন্ত্র সাধকরা আসেন অম্বুবাচী মেলায়। মন্দিরের ফটক নাকি এই সময় নিজে থেকেই বন্ধ হয়ে যায়। মা হন রজস্বলা।
চতুর্থ দিনে দেবীর পুজো ও স্নানের পরই খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এরপর বিতরম করা হয় প্রসাদ ।
ভক্তদের প্রসাদ হিসেবে একটি তরলে ভেজা কাপড় দেওয়া হয়। এই কাপড় পেলে নাকি সব সুবাসনা পূর্ণ হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -