Ambubachi Kamakhya: অম্বুবাচীর সময় নিজে থেকেই বন্ধ হয় কামাখ্যা মন্দিরের দরজা, মন্দির থেকে বের হয় লাল তরল !

প্রাচীন ভারতের প্রাগজ্যোতিষপুরই হল আজকের কামাখ্যা। ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর ৩ শিখরের ওপর দেবী কামাখ্যার অধিষ্ঠান।

কামাখ্যা মন্দির

1/9
অম্বুবাচী। বিশ্বাস,এই সময় ঋতুমতী হন মাতা বসুন্ধরা। সেই উপলক্ষ্যে নানা নিয়ম পালন করা হয় দেশ জুড়ে। বিশেষত অসমের কামাখ্যা মন্দিরে এই উপলক্ষে আয়োজিত হয় মেলা।
2/9
প্রাচীন ভারতের প্রাগজ্যোতিষপুরই হল আজকের কামাখ্যা। ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর ৩ শিখরের ওপর দেবী কামাখ্যার অধিষ্ঠান। গোটা নীলাচল পর্বতজুড়ে ছড়িয়ে রয়েছে দশমহাবিদ্যার মন্দির।
3/9
আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচী। তিনদিন চলে সেই পর্যায়। আগামী ২৫ জুন অবধি চলবে এই পর্যায়।
4/9
কামাখ্যা মন্দিরের মূল ফটক এই সময় বন্ধ থাকে। দেবী পুজো হয় না। কথিত আছে, এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয়।
5/9
এই সময় দেবীর মন্দির বন্ধ থাকে। আর সকলে মন্দির ঘিরে কীর্তন করেন। এরপর চতুর্থ দিনে এই পর্যায় শেষ হলে মন্দির খুলে যায়। রক্তবস্ত্র আশীর্বাদ হিসেবে মেলে।
6/9
ভক্তদের বিশ্বাস, এই কাপড় গ্রহণ করলে মনের সব আশাপূর্ণ হয়।
7/9
বিভিন্ন প্রান্ত থেকে এই সময় তন্ত্র-মন্ত্র সাধকরা আসেন অম্বুবাচী মেলায়। মন্দিরের ফটক নাকি এই সময় নিজে থেকেই বন্ধ হয়ে যায়। মা হন রজস্বলা।
8/9
চতুর্থ দিনে দেবীর পুজো ও স্নানের পরই খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এরপর বিতরম করা হয় প্রসাদ ।
9/9
ভক্তদের প্রসাদ হিসেবে একটি তরলে ভেজা কাপড় দেওয়া হয়। এই কাপড় পেলে নাকি সব সুবাসনা পূর্ণ হয়।
Sponsored Links by Taboola