Shiva: মহাদেবের সঙ্গে থাকা পশু ও অস্ত্রগুলি কিসের প্রতীক?
Shiva News: সনাতন ধর্মে দেবাদিদেব মহাবেদকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে। অন্য সবাইকে দেবতা বলা হলে প্রাচীনকাল থেকে দেবাদিদেবের তকমা ধরে রেখেছেন মহাবেদ। তাঁর সঙ্গে থাকা পশু ও অস্ত্রগুলি কিসের প্রতীক।
শিব
1/9
মহাদেবের যে কোনও মূর্তির সঙ্গে ত্রিশূল থাকবেই। তাঁর ত্রিশূল হল তিনটি শক্তির প্রতীক। সেগুলি হল জ্ঞান, ইচ্ছা ও সম্মতি।(ছবি সৌজন্য -এবিপি লাইভ)
2/9
মহাদেবের ত্রিশূলে থাকা ডমরু হল বেদ ও তার উপদেশের প্রতীক। এর সাহায্যে জীবনে এগিয়ে চলার রাস্তা পাওয়া যায়। (ছবি সৌজন্য-পিটিআই)
3/9
শিবের গলায় থাকা রুদ্রাক্ষের মালা হল শুদ্ধতার প্রতীক। তাঁর হাতে থাকা রুদ্রাক্ষের মালা হল ধ্যানমুদ্রার সূচক।(ছবি সৌজন্য-পিটিআই)
4/9
(ছবি সৌজন্য-পিটিআই)
5/9
মহাদেবের গলায় থাকা মালাকে পুরুষের অংকারের প্রতীক বলে মনে করা হয়। (ছবি সৌজন্য-পিটিআই))
6/9
শিবের মাথায় থাকা অর্ধাকৃতির চাঁদের মানে হল কাল বা সময় সম্পূর্ণ তাঁর নিয়ন্ত্রণে থাকে। (ছবি সৌজন্য-পিটিআই))
7/9
মাথায় থাকা জটা থেকে নির্গত জল হল গঙ্গা নদী। যা জীবনের গতিশীলতা প্রতীক। (ছবি সৌজন্য-পিটিআই)
8/9
মহাদেবের তৃতীয় নেত্র হল জ্ঞানের প্রতীক। ধর্মীয় বিশ্বাস, তাঁর তৃতীয় নয়ন খুলে গেলে সবকিছু ধ্বংস হয়ে নতুন সৃষ্টির সূচনা হয়।
9/9
ছবিতে দেখা যায় মহাদেব বাঘছাল পরে আছেন অথবা বাঘছালের উপরে বসে আছেন। এটা নির্ভয়তার প্রতীক।
Published at : 29 Jun 2024 11:38 PM (IST)