Rahu Impact on Life: রাহুর প্রভাবে তছনছ জীবন? কীভাবে এই প্রভাব এড়াবেন?
Rahu Astrology: রাহুর মহাদশা ১৮ বছর স্থায়ী হয়। রাহু যদি কুণ্ডলীতে শুভ হয় তাহলে সেই ব্যক্তি প্রচুর সম্মান ও অর্থ লাভ করেন
জেনে নিই জীবনের উপর রাহুর মহাদশার প্রভাব ও ফলাফল
1/8
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি ব্যক্তির জীবনে এক বা অন্য গ্রহের মহাদশা এবং অন্তর্দশা চলতেই থাকে এবং এর বড় প্রভাব তাকে বহন করতে হয়। তার উপরে রাহু-কেতুর মহাদশা বড় পরিবর্তন আনে।
2/8
এই যোগে জাতক-জাতিকা মানসিক অশান্তিতে কষ্ট পায় এবং বায়ু ও শরীরের রস জনিত নানাবিধ পীড়ায় ভোগে। জীবনের সু-প্রতিষ্ঠার পথে বাধার শেষ থাকে না।
3/8
রাহুর মহাদশা ১৮ বছর স্থায়ী হয়। রাহু যদি কুণ্ডলীতে শুভ হয় তাহলে সেই ব্যক্তি প্রচুর সম্মান ও অর্থ লাভ করেন। রাহু অশুভ হলে রোগ ও অর্থহানি সহ অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়।
4/8
যে সকল মানুষের জন্মকুণ্ডলীতে রাহু শুভ থাকে, সেই ব্যক্তি সুন্দর ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। লোকেরা তাকে খুব পছন্দ করে এবং শীঘ্রই তার প্রতি আকৃষ্ট হয়। এই ধরনের ব্যক্তি সমাজে একটি প্রভাবশালী স্থান পায়।
5/8
অশুভ রাহু একজন ব্যক্তিকে প্রতারক এবং মিথ্যাবাদী করে তোলে। এমন মানুষ থেকে সবাই দূরে থাকতে পছন্দ করে। নানা ধরনের রোগ তাকে ঘিরে ধরে। খারাপ রাহুও একজন মানুষকে পাগল করতে পারে।
6/8
জ্যোতিষশাস্ত্রমতে বলা হয়, রাহু যদি কুণ্ডলীতে অশুভ হয় তবে মহাদশার কারণে মানসিক অস্থিরতা, হেঁচকি, অন্ত্রের সমস্যা, আলসার, গ্যাস্ট্রিক সমস্যা ইত্যাদি থাকতে পারে।
7/8
পুরুষের জন্মছকে রাহু লগ্নে থাকলে বহু লোক তার অনুচর হয়। বহু স্থান থেকে তার সম্মান এবং উপঢৌকন আসে। রাহু অশুভ সত্বেও তৃতীয় ষষ্ঠ ও একাদশে জাতক-জাতিকার সর্বপ্রকার রিষ্ট ভঙ্গ করেন।
8/8
বৃষ ,মিথুন ,কর্কট ,সিংহ এবং কন্যা রাশি স্থিত বলবান রাহু দীর্ঘায়ুদাতা এবং শত্রুকুল নাশের কারক হন।
Published at : 08 Apr 2023 03:05 PM (IST)