Rahu Impact on Life: রাহুর প্রভাবে তছনছ জীবন? কীভাবে এই প্রভাব এড়াবেন?
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি ব্যক্তির জীবনে এক বা অন্য গ্রহের মহাদশা এবং অন্তর্দশা চলতেই থাকে এবং এর বড় প্রভাব তাকে বহন করতে হয়। তার উপরে রাহু-কেতুর মহাদশা বড় পরিবর্তন আনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই যোগে জাতক-জাতিকা মানসিক অশান্তিতে কষ্ট পায় এবং বায়ু ও শরীরের রস জনিত নানাবিধ পীড়ায় ভোগে। জীবনের সু-প্রতিষ্ঠার পথে বাধার শেষ থাকে না।
রাহুর মহাদশা ১৮ বছর স্থায়ী হয়। রাহু যদি কুণ্ডলীতে শুভ হয় তাহলে সেই ব্যক্তি প্রচুর সম্মান ও অর্থ লাভ করেন। রাহু অশুভ হলে রোগ ও অর্থহানি সহ অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়।
যে সকল মানুষের জন্মকুণ্ডলীতে রাহু শুভ থাকে, সেই ব্যক্তি সুন্দর ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। লোকেরা তাকে খুব পছন্দ করে এবং শীঘ্রই তার প্রতি আকৃষ্ট হয়। এই ধরনের ব্যক্তি সমাজে একটি প্রভাবশালী স্থান পায়।
অশুভ রাহু একজন ব্যক্তিকে প্রতারক এবং মিথ্যাবাদী করে তোলে। এমন মানুষ থেকে সবাই দূরে থাকতে পছন্দ করে। নানা ধরনের রোগ তাকে ঘিরে ধরে। খারাপ রাহুও একজন মানুষকে পাগল করতে পারে।
জ্যোতিষশাস্ত্রমতে বলা হয়, রাহু যদি কুণ্ডলীতে অশুভ হয় তবে মহাদশার কারণে মানসিক অস্থিরতা, হেঁচকি, অন্ত্রের সমস্যা, আলসার, গ্যাস্ট্রিক সমস্যা ইত্যাদি থাকতে পারে।
পুরুষের জন্মছকে রাহু লগ্নে থাকলে বহু লোক তার অনুচর হয়। বহু স্থান থেকে তার সম্মান এবং উপঢৌকন আসে। রাহু অশুভ সত্বেও তৃতীয় ষষ্ঠ ও একাদশে জাতক-জাতিকার সর্বপ্রকার রিষ্ট ভঙ্গ করেন।
বৃষ ,মিথুন ,কর্কট ,সিংহ এবং কন্যা রাশি স্থিত বলবান রাহু দীর্ঘায়ুদাতা এবং শত্রুকুল নাশের কারক হন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -