Pancha Graha Yog: পঞ্চগ্রহের যোগ আজ, মঙ্গলে একাধিক রাশির জীবনে অমঙ্গলের ছায়া?

Astro Tips: জ্যোতিষে গ্রহদের অবস্থান পরিবর্তন যেমন গোচর নামে খ্যাত, তেমনই এই গোচরের পরিণামে যে ভাগ্যমুহূর্তের সৃষ্টি হয়, তাকে অভিহিত করা হয় যোগ নামে।

আজ ভাগ্যে চক্রে অমঙ্গলের ছায়া?

1/7
আজ এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। সাধারণত সূর্য, চাঁদ বাদ দিলে আকাশে শুকতারা, সন্ধ্যাতারা, কালপুরুষ, সপ্তর্ষিমন্ডল দেখা যায়। কিন্তু বিজ্ঞানীরা গতকাল শনিবারই জানিয়ে দিয়েছিল আজ আকাশে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনিকে একসঙ্গে প্রায় ৪০ মিনিট দেখা যাবে।
2/7
এর প্রভাব পড়তে পারে ভাগ্যে? ভারতীয় জ্যোতিষে গ্রহদের অবস্থান পরিবর্তন যেমন গোচর নামে খ্যাত, তেমনই এই গোচরের পরিণামে যে ভাগ্যমুহূর্তের সৃষ্টি হয়, তাকে অভিহিত করা হয় যোগ নামে। এই যোগের মধ্যে যাদের মাহাত্ম্য সর্বাধিক, তাদের পরিচিতি রাজযোগ নামে।
3/7
এই গ্রহ গোচর সমস্ত অর্থাৎ ১২টি রাশির জাতকদের জীবনে একটি বড় প্রভাব ফেলবে এবং ৫টি রাশির জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে, এমনটাই বলা হয়েছে।
4/7
কুম্ভ রাশির জাতকদের অনেক স্বস্তি দেবে। পুরনো সমস্যা দূর হবে। কাজে সাফল্য আসবে। এই মাসে কঠিন কাজগুলিও সম্পন্ন হবে। সমস্যা থাকলেও সহজেই সমাধান হয়ে যাবে।
5/7
এপ্রিল মাসটি মিথুন রাশির জাতকদের প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি করবে। সাহস ও বীরত্ব বাড়তে থাকবে। ব্যবসায় বড় সাফল্য আসতে পারে। অর্থ লাভ হবে। তবে নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
6/7
কর্কট রাশির জন্য এপ্রিল মাসটি শুভ। কারো সাহায্যে বড় কাজে সাফল্য আসতে পারে। নতুন মানুষের সাথে যোগাযোগ তৈরি হবে যা সুবিধা দেবে। পরিবারে সুখ থাকবে।
7/7
গ্রহ গোচর বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্ত কাজে সাফল্য দেবে। কোনো ভালো খবর পেতে পারেন। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। অর্থের দিক থেকে এই মাসটি খুব ভালো যাবে। আপনার সম্মান বাড়বে। তবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
Sponsored Links by Taboola