Ayodhya Ram Lalla Pics : অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা রামলালার, ফুলের সাজ ও গহনায় নয়নাভিরাম রূপ, করুন দর্শন
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি - এএনআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্য। মন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত। বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। ছবি - পিটিআই
ষোড়শ উপাচারে দিলেন পুজো। পুষ্পাঞ্জলির পর করলেন আরতি। ছবি - পিটিআই
রাম লালার নতুন মূর্তির নিরাভরণ রূপ আগেই এসেছিল প্রকাশ্যে। এবার ফুল গহনা, পীত বস্ত্রে সুসজ্জিত রামলালা। ছবি - পিটিআই
'২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু' অযোধ্যায় নতুন রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বললেন প্রধানমন্ত্রী। ছবি - পিটিআই
মূর্তির একদিকে হনুমান ও অপর দিকে গরুড়। শুধু তাই নয়, মূর্তির যে মুকুট রয়েছে তাতে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা রাখা হয়েছে। ছবি - পিটিআই
এই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ। মূর্তির চালচিত্রে রয়েছে বিষ্ণুর দশাবতার--মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। ছবি - পিটিআই
'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে, এই মুহূর্ত একটা অলৌকিক মুহূর্ত', রাম মন্দির উদ্বোধনের পর বললেন মোদি। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -