Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ayodhya Ram Lalla : সারাদিন কতবার কী কী ভোগ নিবেদন করা হচ্ছে রামলালাকে? কোনদিন পরবেন কী রঙের পোশাক?
অযোধ্যার নতুন রাম মন্দিরে কেমন হতে চলেছে রামলালার রুটিন? ভোগে কী কী দেওয়া হবে রামলালাকে? কীভাবেই বা হবে তাঁর আরতি?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরামচন্দ্র নন, ঘরের ছেলে, আদরের রামলালাকে একটিবারের জন্য চাক্ষুষ করার আকুল আকুতি।সোমবারই ৫১ ইঞ্চির মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি কালো পাথরের মূর্তিতে ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে।
দিনে ৫ বার হবে আরতি। সকাল ৬টায় মঙ্গল আরতি সকাল ৭টায় শৃঙ্গার আরতি বেলা ১২টায় হবে ভোগ আরতি সন্ধে ৬টায় হবে সন্ধ্য়ারতি।
রাতে হবে শয়ন আরতি। রামলালাকে মূলত দু'রকমের ভোগ দেওয়া হবে চারবার।
সকালে দেওয়া হবে বাল্যভোগ। তাতে পেঁড়া, লাডডু সহ বিভিন্ন মিষ্টির সঙ্গে ফল থাকবে। দুপুরে হবে রাজভোগ। তাতে থাকবে ভাত, পুরী, ডাল, সবজি। সঙ্গে ভীর, রাবড়ির মতো মিষ্টি।
বিকেলে আবার দেওয়া হবে বাল্যভোগ। রাতে শয়নের আগেও রামলালাকে রাজভোগ নিবেদন করা হবে।
মন্দির তৈরির আগে অস্থায়ী তাঁবুতে রামলালার যে ছোট মূর্তির পুজো হত, তাঁকে সাতদিনে সাত রকম পোশাক পরানো হত। ঠিকানা বদল হলেও পুরনো রামলালার পোশাকের রুটিন বদলাচ্ছে না।
সোমবার সাদা, মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার সাদা, শনিবার নীল , এবং রবিবার রামলালাকে গোলাপি রঙের পোশাকেই সাজানো হবে।
উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, গতকাল প্রায় ৫ লক্ষ পুণ্যার্থী রামলালার দর্শন করেছেন। RAF-এর ডেপুটি কমান্ডান্ট জানিয়েছেন, রাম মন্দিরের ভিতরে ও বাইরে মিলিয়ে প্রায় এক হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -