Baba Loknath Vani: দিশা হারাচ্ছেন কঠিন সময়ে, মুহূর্তে মনের জোর ফেরাবে বাবা লোকনাথের এই বাণী
রণে-বনে-জলে-জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। লোকনাথ বাবার এই বাণীর উপর আস্থা রেখে বহু মানুষ কঠিন পরীক্ষা পার হয়। কঠিন সময়ে অনেকেরই ভরসা বাবা লোকনাথ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামীকাল তাঁর তিরোধান দিবস। ২ জুন অর্থাৎ রবিবার, পালিত হবে লোকনাথ বাবা তিরোধান দিবস। জীবন যখনই চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তখন পথ দেখান বাবা লোকনাথ, এমনটা বিশ্বাস অনেকেরই।
ভক্তদের বিশ্বাস, মৃত্যুর সময় বাবা লোকনাথের বয়স ছিল ১৬০ বছর। তাঁর এই মহা প্রয়াণের দিনটিকে ভক্তি এবং শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করা হয়।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্ম বাংলার ১১৩৭ সালে,ভাদ্র মাসে । পশ্চিমবঙ্গের বসিরহাটের চৌরাশি চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে তাঁর জন্ম।
তাঁর কয়েকটি বাণী সব সময় মানুষকে অন্ধকার সময়ে পথ দেখায়। 'আত্মসমর্পণ,নিঃশর্ত আত্মসমর্পণই পথ। আপনাকে প্রতিনিয়ত আপনার অহং,আপনার মন এবং বুদ্ধিকে ঈশ্বরের কাছে সমর্পণ করার চেষ্টা করতে হবে। এটা একদিনে অর্জন করা যায় না।'
তিনি বলতেন, 'তুমি কখনো একা নও। আমি সর্বদা তোমার সাথে আছি। এই সত্যটি কখনই ভুলে যাবেন না। আমি চিরকাল তোমার মধ্যে উপস্থিত। আমি আপনার সাথে উত্তরোত্তর জন্য থাকব।'
'যদি একটু ভালোবাসা আর ভক্তির ছোঁয়া দিয়ে তুমি আমাকে ডাকো, তুমি তাৎক্ষণিকভাবে অনুভব করবে আমি তোমার কতটা কাছের মানুষ। শরীরে তোমার কথা যেমন শুনেছি, এই দেহ আর নেই তখনও শুনব।'বলতেন বাবা লোকনাথ
তাঁর তিরোধান দিবসে ঘরে ঘরে লোকনাথ ভক্তরা পুজো করেন। ১৯ জ্যৈষ্ঠ আশ্রমে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব ও মেলার আয়োজন হয়।
তথ্যসূত্র - চিরন্তন লোকনাথ, বারদী আশ্রম প্রকাশিত, সব ছবি নেট মাধ্যমে পাওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -