Hanuman Jayanti: সাড়ে সাতি থেকে কালসর্প, জীবনের সব সঙ্কট মোচন করতে মঙ্গলবারে মেনে চলুন এই নিয়ম
হিন্দুশাস্ত্রে কথিত আছে, শ্রী বিষ্ণুর রাম অবতারের সময় সহযোহিতা করার জন্য রুদ্রাবতার বজরঙ্গবলীর জন্ম হয়েছিল। মঙ্গলবার তাই সারাদেশে সকল ভক্তরাই ধুমধাম করে হনুমানজির পুজো করে থাকেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবারে অনেকেই উপোস রেখে হনুমানজির পুজো করেন। আচার অনুষ্ঠান এবং পুজোও করা হয়। এছাড়াও এই বিশেষ দিনে কিছু বিশেষ নিয়ম গ্রহণ করা হলে আশীর্বাদ পাওয়া যায়।
হনুমান জয়ন্তীর দিনে তেলে সিঁদুর মিশিয়ে তা নিবেদন করুন। জীবনের সব ভয় এবং বাধা দূরে থাকবে।
তাছাড়াও সিঁদুরে ঘি মিশিয়ে কাগজে একটি স্বস্তিক চিহ্ন তৈরি করুন। সেটা নিবেদন করুন মনে মনে। এতে ব্যয় কমবে এবং সম্পদ বৃদ্ধি পাবে।
বাড়িতে কারও বিয়ে না হলে বজরঙ্গবলীর কাছে প্রার্থনা করুন একটু সিঁদুর তাঁর পায়ে দিয়ে।
হনুমান জয়ন্তীর দিন সরষের তেলে সিঁদুর মিশিয়ে প্রথমে বজরঙ্গবলীকে লাগান। এরপর বাড়ির মূল প্রবেশদ্বার থেকে শুরু করে ঘরের দরজায় স্বস্তিক চিহ্ন তৈরি করলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে না। আর সম্পদে সমৃদ্ধি আছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -