Saraswati Puja 2025: পরের বছর সরস্বতী পুজোয় 'ছুটি নষ্ট'? কোন সময়ে বাগদেবীর আরাধনা?
ABP Ananda
Updated at:
18 Feb 2024 07:41 AM (IST)
1
ফাল্গুনের প্রথম দিনে বাগ্ দেবীর আরাধনা বাংলার ঘরে ঘরে ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
এই বছর ভালবাসার দিনেই সরস্বতী পুজো ছিল। ভ্যালেনটাইন্স দিনের সঙ্গে একইদিনে পালিত হয় এবার।
3
তবে এ বছরের পুজো শেষ হতে না হতেই ফের শুরু পরের বছরের প্রতীক্ষা৷
4
আগামী বছর সরস্বতীপুজো পড়েছে ২ ফেব্রুয়ারি, রবিবার৷
5
ফলে অনেকেই মনে করছেন বাগদেবীর আরাধনা রবিবার হওয়ায় সেদিন আর অতিরিক্ত ছুটি থাকছে না।
6
যদিও অনেকের মত, রবিবার সরস্বতী পুজো হওয়ায়, আলাদা করে ছুটি নিতে হবে না।
7
সরস্বতী পুজো উপলক্ষ্যে শিশুদের হাতেখড়ির জন্য অনেকেই এই সরস্বতী পুজোর দিনটিকে বেছে নিয়ে থাকেন।
NEXT
PREV
পুজো পরব (religion) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -