Saraswati Puja 2025: পরের বছর সরস্বতী পুজোয় 'ছুটি নষ্ট'? কোন সময়ে বাগদেবীর আরাধনা?

Basant Panchami 2025: এ বছরের পুজো শেষ হতে না হতেই ফের শুরু পরের বছরের প্রতীক্ষা৷

এ বছরের পুজো শেষ হতে না হতেই ফের শুরু পরের বছরের প্রতীক্ষা৷

1/7
ফাল্গুনের প্রথম দিনে বাগ্ দেবীর আরাধনা বাংলার ঘরে ঘরে ।
2/7
এই বছর ভালবাসার দিনেই সরস্বতী পুজো ছিল। ভ্যালেনটাইন্স দিনের সঙ্গে একইদিনে পালিত হয় এবার।
3/7
তবে এ বছরের পুজো শেষ হতে না হতেই ফের শুরু পরের বছরের প্রতীক্ষা৷
4/7
আগামী বছর সরস্বতীপুজো পড়েছে ২ ফেব্রুয়ারি, রবিবার৷
5/7
ফলে অনেকেই মনে করছেন বাগদেবীর আরাধনা রবিবার হওয়ায় সেদিন আর অতিরিক্ত ছুটি থাকছে না।
6/7
যদিও অনেকের মত, রবিবার সরস্বতী পুজো হওয়ায়, আলাদা করে ছুটি নিতে হবে না।
7/7
সরস্বতী পুজো উপলক্ষ্যে শিশুদের হাতেখড়ির জন্য অনেকেই এই সরস্বতী পুজোর দিনটিকে বেছে নিয়ে থাকেন।
Sponsored Links by Taboola