Basant Panchami: সরস্বতীবেশে সাজলেন মহাকাল, উজ্জয়িনীর মন্দিরে বসন্ত উৎসব পালন
বসন্ত পঞ্চমীতে মা সরস্বতী রূপে আবির্ভূত হন মহাকালেশ্বর। ভগবানের অপূর্ব রূপ দেখতে দেশ-বিদেশের ভক্তরা পৌঁছন উজ্জয়িনীতে। বসন্ত পঞ্চমী মহাকালেশ্বর মন্দিরে বসন্ত উৎসবের সূচনা হয়। ছবি- এবিপি লাইভ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন থেকেই ভগবান মহাকালকে আবির দেওয়া শুরু হয়। মহাকালেশ্বর মন্দিরের পণ্ডিত আশিস পূজারি জানান, বসন্ত পঞ্চমী থেকে মহাকালেশ্বর মন্দিরে মহাকালের উদ্দেশে আবির নিবেদন শুরু হয়। বুধবার সন্ধ্যা আরতির সময় প্রভুকে আবিরের তিলক লাগানো হবে। ছবি- এবিপি লাইভ
আশিস পূজারি জানান, মহাকালেশ্বর মন্দিরে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বসন্ত উৎসব পালিত হয়। বসন্ত পঞ্চমী উপলক্ষে ভগবান মহাকাল ভস্ম আরতির সময় মাতা সরস্বতী রূপে ভক্তদের কাছে আবির্ভূত হন। ছবি- এবিপি লাইভ
প্রতি বছর একবার ভগবান শিব শক্তি রূপে আবির্ভূত হন। ভগবানের রূপ দর্শনে সারা দেশ থেকে ভক্তরা পৌঁছেছেন উজ্জয়িনীতে। পণ্ডিত আশিস পূজারির মতে, হোলির পর্যন্ত মহাকালেশ্বর মন্দিরে বিভিন্নভাবে বসন্ত উৎসব পালন করা হবে। ছবি- এবিপি লাইভ
মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত ভূষণ গুরু জানান, বসন্ত যেমন মানুষের জীবনে আনন্দ ও রঙ নিয়ে আসে, ঠিক তেমনি মহাকালেশ্বর মন্দিরেও এই উৎসব পালিত হয়। ছবি- এবিপি লাইভ
প্রাচীনকাল থেকেই মহাকালের দরবার থেকে বসন্ত উৎসব শুরু হয়ে আসছে। ছবি- এবিপি লাইভ
বসন্তের প্রতীক হিসবে সরস্বতী দেবীকে সরষে ফুল দিয়ে পূজা করা হয়, ঠিক সেভাবেই ভস্ম আরতির পর মহাকালকেও সরষে ফুল নিবেদন করা হয়। ছবি- এবিপি লাইভ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -