Belur Math : বেলুড় মঠের দুর্গা পুজোর সময় কি অন্যান্য পুজোর থেকে আলাদা ? কোন দিন কী তিথি?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বেলুড় মঠে দুর্গাপুজো (Durga Puja) অনুষ্ঠিত হয়। এ বছরও মঠের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পুজোর নির্ঘণ্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবছর বেলুড় মঠে ১২৩তম বর্ষের দুর্গাপুজো। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন।
সেই বছর থেকেই এই পুজোয় নিষ্ঠাভরে মানা হয় কিছু বিধি। জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয় বেলুড় মঠে।
এ বছরও তার অন্যথা হয়নি। গত ৭ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়ে গিয়েছে বেলুড়ে।
মঠের ওয়েবসাইটে জানানো হয়েছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে যথাক্রমে ২১, ২২ এবং ২৩ অক্টোবর অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবার বেলুড় মঠে দিব্য মা শ্রী শ্রী দুর্গার পুজো করা হবে।
শনিবার, ২১ অক্টোবর, মহাসপ্তমী, পুজো শুরু হবে ৫.৩০ টায়। ২২ অক্টোবর, রবিবার, মহাষ্টমী , পুজো শুরু হয় ভোর ৫.৩০ মিনিটে।
সোমবার, ২৩ অক্টোবর, মহানবমী: পুজো শুরু হবে ভোর ৫.৩০ টায়।
হোম - শ্রী শ্রী দেবীর ভোগারতির পর। পুষ্পাঞ্জলি : প্রতিদিন শ্রী শ্রী দেবীর ভোগরাতির পর সন্ধ্যার আরতি: প্রতিদিন শ্রীশ্রীঠাকুরের আরতির পর
- - - - - - - - - Advertisement - - - - - - - - -