Belur Math : বেলুড় মঠের দুর্গা পুজোর সময় কি অন্যান্য পুজোর থেকে আলাদা ? কোন দিন কী তিথি?

এবছর বেলুড় মঠে ১২৩তম বর্ষের দুর্গাপুজো। ১৯০১ সালে  স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন।

বেলুড় মঠের দুর্গা পুজো

1/8
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বেলুড় মঠে দুর্গাপুজো (Durga Puja) অনুষ্ঠিত হয়। এ বছরও মঠের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পুজোর নির্ঘণ্ট। 
2/8
এবছর বেলুড় মঠে ১২৩তম বর্ষের দুর্গাপুজো। ১৯০১ সালে  স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন।
3/8
সেই বছর থেকেই এই পুজোয় নিষ্ঠাভরে মানা হয় কিছু বিধি।  জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয় বেলুড় মঠে।
4/8
এ বছরও তার অন্যথা হয়নি। গত ৭ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়ে গিয়েছে বেলুড়ে।   
5/8
মঠের ওয়েবসাইটে জানানো হয়েছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে যথাক্রমে ২১, ২২ এবং ২৩ অক্টোবর অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবার বেলুড় মঠে দিব্য মা শ্রী শ্রী দুর্গার পুজো করা হবে। 
6/8
শনিবার, ২১ অক্টোবর, মহাসপ্তমী, পুজো শুরু হবে ৫.৩০ টায়। ২২ অক্টোবর, রবিবার, মহাষ্টমী , পুজো শুরু হয় ভোর ৫.৩০ মিনিটে।
7/8
সোমবার, ২৩ অক্টোবর, মহানবমী: পুজো শুরু হবে ভোর ৫.৩০ টায়।
8/8
হোম - ​​শ্রী শ্রী দেবীর ভোগারতির পর। পুষ্পাঞ্জলি : প্রতিদিন শ্রী শ্রী দেবীর ভোগরাতির পর সন্ধ্যার আরতি: প্রতিদিন শ্রীশ্রীঠাকুরের আরতির পর 
Sponsored Links by Taboola