Belur Math Ram Puja : অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা, সারা দেশের সঙ্গে বিশেষ পুজো বেলুড় মঠেও, দেখুন ছবি
Ram Lalla Pran Pratistha: রামের আরাধনায় একত্রিত হন সাধু - সন্ন্যাসীরা। অযোধ্যাপতি শ্রীরামচন্দ্রের বন্দনা করা হয় বেলুড়ে।
সারা দেশের সঙ্গে বিশেষ পুজো বেলুড় মঠেও
1/10
দীর্ঘ প্রতিক্ষার অবসান। রাম মন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। ষোড়শ উপচারে হল বন্দনা। পুষ্পাঞ্জলি অর্পণ, করে করলেন আরতি। দেশজুড়ে হল অকাল দীপাবলি।
2/10
সেই উপলক্ষ্যে দেশের নানা প্রান্ত উঠেছিল সেজে। তেমনই আলোকমালায় সেজে উঠবে মন্দির চত্বর।
3/10
রামের আরাধনায় একত্রিত হন সাধু - সন্ন্যাসীরা। অযোধ্যাপতি শ্রীরামচন্দ্রের বন্দনা করা হয় বেলুড়ে।
4/10
প্রবেশদ্বারও সাজানো হয়েছিল আলো দিয়ে। গাছে গাছে ছিল আলোর মালা। সব মিলিয়ে রামমন্দিরে রামলালার অভিষেককে কেন্দ্র করে উৎসবের আমেজে ছিল বেলুড় মঠও।
5/10
অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে বেলুড় মঠে ছিল নানা অনুষ্ঠান। রবিবার সন্ধে থেকেই আলোক মালায় সেজে উঠেছিল বেলুড়। সোমবার সকালে বিশেষ পুজো করা হয়।
6/10
সন্ধেয় আরতির পর মূল মন্দিরে শ্রীরাম-গান পাঠ সহ নানা অনুষ্ঠান হয়। রাম-সীতার ছবিতে ধূপ-ধুনো , ফুল-মালা-অর্ঘ্য মিষ্টি প্রভৃতি সহযোগে আরতি করা হয়।
7/10
মূল মন্দিরও সেজে উঠেছিল অনেক আলোয়। সামনের বাগান চত্বরও আলো দিয়ে সাজানো হয়।
8/10
এদিন রাম-পুজোর সাক্ষী থাকতে হাজির ছিলেন বহু ভক্তরা। এদিন মঠে আয়োজন করা হয় রাম সম্পর্কিত আলোচনা ও পাঠের।
9/10
বহু ব্রহ্মচারী ও সন্ন্যাসী মহারাজরা এদিন অনুষ্ঠানে অংশ নেন। ছিলেন গৃহী ভক্তরাও।
10/10
৮৪ সেকেন্ডের অভিজিৎ মুহূর্তে এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদি। সারা দেশেও বিভিন্ন মন্দিরে এদিন রাম-পুজো হয়।
Published at : 23 Jan 2024 08:08 AM (IST)