Belur Math Ram Puja : অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা, সারা দেশের সঙ্গে বিশেষ পুজো বেলুড় মঠেও, দেখুন ছবি
দীর্ঘ প্রতিক্ষার অবসান। রাম মন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। ষোড়শ উপচারে হল বন্দনা। পুষ্পাঞ্জলি অর্পণ, করে করলেন আরতি। দেশজুড়ে হল অকাল দীপাবলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই উপলক্ষ্যে দেশের নানা প্রান্ত উঠেছিল সেজে। তেমনই আলোকমালায় সেজে উঠবে মন্দির চত্বর।
রামের আরাধনায় একত্রিত হন সাধু - সন্ন্যাসীরা। অযোধ্যাপতি শ্রীরামচন্দ্রের বন্দনা করা হয় বেলুড়ে।
প্রবেশদ্বারও সাজানো হয়েছিল আলো দিয়ে। গাছে গাছে ছিল আলোর মালা। সব মিলিয়ে রামমন্দিরে রামলালার অভিষেককে কেন্দ্র করে উৎসবের আমেজে ছিল বেলুড় মঠও।
অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে বেলুড় মঠে ছিল নানা অনুষ্ঠান। রবিবার সন্ধে থেকেই আলোক মালায় সেজে উঠেছিল বেলুড়। সোমবার সকালে বিশেষ পুজো করা হয়।
সন্ধেয় আরতির পর মূল মন্দিরে শ্রীরাম-গান পাঠ সহ নানা অনুষ্ঠান হয়। রাম-সীতার ছবিতে ধূপ-ধুনো , ফুল-মালা-অর্ঘ্য মিষ্টি প্রভৃতি সহযোগে আরতি করা হয়।
মূল মন্দিরও সেজে উঠেছিল অনেক আলোয়। সামনের বাগান চত্বরও আলো দিয়ে সাজানো হয়।
এদিন রাম-পুজোর সাক্ষী থাকতে হাজির ছিলেন বহু ভক্তরা। এদিন মঠে আয়োজন করা হয় রাম সম্পর্কিত আলোচনা ও পাঠের।
বহু ব্রহ্মচারী ও সন্ন্যাসী মহারাজরা এদিন অনুষ্ঠানে অংশ নেন। ছিলেন গৃহী ভক্তরাও।
৮৪ সেকেন্ডের অভিজিৎ মুহূর্তে এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদি। সারা দেশেও বিভিন্ন মন্দিরে এদিন রাম-পুজো হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -