Bipattarini Puja 2024 : 'মাংস হয়ে গেল জবাফুল, রাজ-রোষ থেকে রক্ষা পেলেন রানি', বিপত্তারিণী পুজোর পিছনের গল্পটি জানেন?
এ বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হল ৯ জুলাই। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হল ২৪ আষাঢ়, ১৪৩১। বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হল ১৩ জুলাই, শনিবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হল ২৮ আষাঢ়, শনিবার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভক্তদের বিশ্বাস, ব্রত পালনে লাল সুতো দেওয়ার নিয়ম রয়েছে। ১৩টি গিঁট দেওয়া সুতো দেবীকে অর্পণ করা হয়। সেই সুতোয় ১৩ টি দুর্বাও বাঁধা হয়।
বিপত্তারিণীর একাধিক ব্রতকথা প্রচলিত আছে। তার মধ্যে একটি কাহিনি বেশ প্রচলিত। বিষ্ণুপুরের মল্ল রাজবংশের রানি একবার মা বিপত্তারিণীকে স্মরণ করে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন।
রানির এক সখী ছিলেন । সেই সমাজের নিরিখে নিম্নবর্ণের মহিলা ছিলেন তিনি। তাঁর গোমাংস খুব প্রিয় ছিল। হিন্দু ধর্মে সে যুগে গোমাংস ছিল নিষিদ্ধ। কিন্তু তিনি খেতেন লুকিয়ে।
কিন্তু সে-কথা একদিন জানাজানি হয়ে যায়। প্রা রানি জানতে পেরে কৌতূহলী হয়ে তাঁকে জিগ্যেস করেন। কিন্তু তিনি অস্বীকার করেন।
কিন্তু সে-কথা একদিন জানাজানি হয়ে যায়। রানি জানতে পেরে যান। তাঁকে জিগ্যেস করেন। কিন্তু সেই সখী অস্বীকার করেন। পরে সত্যিই জানতে পারেন সখীর কাছে গোমাংস থাকে।
এবার রাজাও এক সূত্রে জানতে পারেন, রানির বন্ধুর কাছে গোমাংস থাকে। তিনি রানির কাছে কৈফিয়ৎ চান।
রানি ভয়ে অস্বীকার করতে থাকেন। রাজার ভয়ে তখন তিনি গোমাংস তাঁর কাপড়ের নিচে লুকিয়ে রেখে দেবী দুর্গাকে স্মরণ করতে থাকেন। তারপর দেখেন সেই মাংস একটি জবাফুল হয়ে গিয়েছে।
সেই থেকেই বিপত্তরিণীর পুজো প্রচলিত হয়। দেবী দুর্গার ১০৮ রূপের মধ্যে দেবী বিপত্তারিণীর রূপের মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস, সব রকমের বিপদ থেকে ভক্তদের দূরে রাখেন দেবী বিপত্তারিণী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -