Budhwar Upay Ganesh Puja : বুধ গ্রহকে করুন শক্তিশালী, গণেশকে নিবেদন করুন এই দ্রব্যগুলি, সৌভাগ্য থাকবে বাঁধা
বুধবার ভগবান গণেশ এবং বুধ গ্রহকে উৎসর্গ করা হয়। এই দিনটি রাশিফলের বুধ গ্রহের অবস্থানকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ। এই দিনে কিছু সহজ ব্যবস্থা অনুসরণ করে আপনি আপনার রাশিতে বুধকে শক্তিশালী করতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসপ্তাহের প্রতিটি দিন কোনও না কোনও গ্রহের সঙ্গে সম্পর্কিত। বুধবারে গণেশের বিশেষ পূজা করা শুভ।এছাড়া এই দিনটি বুধ গ্রহকেও উৎসর্গ করা হয়। বুধকে বুদ্ধিমত্তা, একাগ্রতা, বক্তৃতা, সৌন্দর্য, ত্বক ও ব্যবসার কারক বলে মনে করা হয়।
কুণ্ডলীতে বুধের অবস্থান শক্তিশালী হলে সেই ব্যক্তি আর্থিক বিষয়ে সাফল্য পান এবং অনেক সমস্যা থেকে দূরে থাকেন। আপনি যদি রাশিতে বুধ গ্রহকে শক্তিশালী করতে চান তবে বুধবার এই কাজগুলি করার পাশাপাশি কিছু বিশেষ জিনিস দান করুন।
বুধবার পালং শাক, আস্ত মুগ, সবুজ বা নীল রঙের কাপড়, সবুজ ঘাস, পিতলের বাসন, সবুজ চুড়ি ইত্যাদি দান করুন। এই জিনিসগুলি দান করলে কুণ্ডলীতে বুধ গ্রহের অবস্থানও শক্তিশালী হয়।
সবুজ রং বুধ গ্রহের নির্দেশক। কুণ্ডলীতে বুধ গ্রহকে শক্তিশালী করতে চাইলে সবুজ গাছ-গাছালি দান করুন। এছাড়া নিজেও সবুজ গাছ লাগাতে পারেন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধবার নপুংসকদের অর্থ ও সামগ্রী দান করুন। তবে মনে রাখবেন নপুংসককে দান করার পর তার কাছ থেকে কিছু টাকা ফেরত নিন ও সেই প্রাপ্ত অর্থ আপনার নিরাপদে রাখুন। এই প্রতিকারে বুধ গ্রহ কুণ্ডলীতে শক্তি লাভ করে। এছাড়া চাকরি ও ব্যবসায় অগ্রগতিও বয়ে আনে।
বুধ গ্রহ থেকে মঙ্গল পেতে বুধবার বাড়িতে তুলসী গাছ লাগান খুবই শুভ। তাই বুধবার একটি তুলসী গাছ লাগান এবং নিয়মিত পুজো করুন।
বুধবার মন্দিরে গিয়ে গণেশকে দূর্বা ও লাড্ডু নিবেদন করলে তাঁকে খুশি করা যায় এবং তাতে তিনি সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। বুধবার সূর্যোদয়ের আগে, ২ মুঠো মুগ নিয়ে প্রবাহিত জলে আপনার ইচ্ছার কথা বলুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।
আপনি যদি কোনও ধরনের আর্থিক সমস্যায় অস্থির থাকেন তবে বুধবার ভগবান গণেশকে ২১ বা ৪২টি জৈত্রী অর্পণ করুন। এতে আর্থিক সঙ্কট থেকে মুক্তি মিলবে। বুধবার আস্ত মুগ সিদ্ধ করে তাতে ঘি ও চিনি মিশিয়ে গরুকে খাওয়ালে দ্রুত ঋণ থেকে মুক্তি পাওয়া যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -