Negative Energy: মাসের শেষে চরম অর্থাভাব, সঙ্কট? এক টুকরো কর্পূরেই এবার কেল্লাফতে
ঘরে নেতিবাচক শক্তি থাকলে, প্রতিদিনের কাজগুলিও নষ্ট হতে শুরু করে। সেই বাড়ির লোকেরা খুব অসুস্থ হতে শুরু করে এবং সেই বাড়ির অর্থনৈতিক অবস্থাও খারাপ হতে থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোট কর্পূর ঘর থেকে এই নেতিবাচক শক্তিকে দূর করতে কাজ করে। পূজায় কর্পূরের ব্যবহার অপরিহার্য বলে মনে করা হয়। কর্পূর ছাড়া আরতিও অসম্পূর্ণ।
কর্পূর জ্বালালে শুধু ঘরের পরিবেশই সুগন্ধি থাকে না, ঘরের নেতিবাচক শক্তিও নষ্ট হয়। কর্পূর পোড়ানো ঘরে সুখ এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। কর্পূরের কিছু ঔষধি গুণও আছে। এছাড়াও জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারেও কর্পূর প্রচুর ব্যবহৃত হয়। কর্পূর গ্রহ ও বাস্তু দোষ দূর করে।
যদি আপনার তৈরি কাজগুলি প্রায়শই নষ্ট হয়ে যায়, তবে অবশ্যই কর্পূর সম্পর্কিত কিছু প্রতিকার চেষ্টা করুন। এর জন্য সকালে এবং সন্ধ্যায় অবশ্যই আপনার বাড়িতে কর্পূর জ্বালান। ঘরে দুইবার কর্পূর আরতি করলে ঘরের পরিবেশ পবিত্র থাকে। শুধু তাই নয়, নেতিবাচক শক্তিও বাড়ি থেকে পালিয়ে যায়। কর্পূর পোড়ালে ঘরে সুখ শান্তি বজায় থাকে।
ঘরের বাস্তু দোষ তৈরিতেও কর্পূর ব্যবহার করা হয়। এর জন্য একটি পাত্রে কিছু কর্পূরের টুকরো নিয়ে যেখানে বাস্তু দোষ আছে সেখানে রেখে দিন। একটি কর্পূর শেষ হয়ে গেলে সেখানে কর্পূরের নতুন টুকরো রাখুন। এভাবে একটানা কয়েকদিন করুন।
কুণ্ডলীতে উপস্থিত পিত্র দোষ বা কালসর্প দোষও কর্পূরের সাহায্যে দূর করা যায়। এজন্য সকালে, সন্ধ্যা ও রাতে তিনবার ঘরে কর্পূর জ্বালিয়ে দিতে হবে। কর্পূর সংক্রান্ত এই ব্যবস্থাগুলি করলে রাহু-কেতুর দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
ঘুমানোর সময় খারাপ স্বপ্ন দেখলে ঘুমানোর সময় বালিশের নিচে কর্পূর রাখুন। এর ফলে ভালো ঘুম হয় এবং নেতিবাচক শক্তিও ঘর থেকে চলে যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -