Chaitra Navratri 2024: চৈত্র নবরাত্রিতে ৯টি রূপে পূজিত হন দেবী দুর্গা, জানেন কী কী
মা শৈলপুত্রী নামে প্রথম রাতে পূজিত হন দেবী দুর্গা। যার অর্থ পর্বতের কন্যা। এই দিন অক্ষয় জ্যোতির ঘট স্থাপনা করে শুরু হয় পুজো। পর্বতরাজ হিমবাত বা হিমালয়ের মেয়ে হিসেবে তাঁকে মানার পাশাপাশি মহাদেবের স্ত্রী পার্বতীর বিশুদ্ধ রূপ হিসেবেও মান্যতা দেওয়া হয়। ষাঁড় নন্দীর পিঠে বসে ডান হাতে ত্রিশূল আর বাঁ হাতে পদ্মফুল নিয়ে থাকেন দেবী শৈলপুত্রী। তাঁকে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের শক্তির প্রতীকও মনে করা হয়। (প্রতীকী ছবি) ছবি সৌজন্য- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাদা পোশাক পরিহিত দেবী পরাশক্তির দ্বিতীয় রূপের নাম ব্রহ্মচারিণী। ইনি হলেন গুরুর থেকে শিক্ষাগ্রহণকারী একজন মহিলা ছাত্রীর প্রকাশ। যিনি অন্য পড়ুয়াদের সঙ্গে আশ্রমেই জীবনযাপন করেন এবং পবিত্র ধর্মীয় জ্ঞান অনুসরণ করে জীবন অতিবাহিত করেন। এই রূপে পূজিত দেবীর ডান হাতে জপমালা ও বাঁ হাতে কমণ্ডুলু রয়েছে। (প্রতীকী ছবি) সৌজন্য- পিটিআই
তৃতীয় রাতে পুজো করা হয় দেবী চন্দ্রঘণ্টার। শক্তির এই রূপের ভক্তরা মনে করেন দেবী সন্তুষ্ট হলে দূর হয় শত্রুভয়। দূর হয় সব দুর্গতিও। প্রচুর গুণ বৃদ্ধি পায় সাহসও। শিব মহাপুরাণ মতে, দেবী চন্দ্রঘন্টা হলেন চন্দ্রশেখর রূপে ভগবান শিবের 'শক্তি'। (প্রতীকী ছবি) সৌজন্য -পিটিআই
মাতা কুষ্মাণ্ডা-র পুজো হয় অর্থাৎ চতুর্থ রাতে। আলো ও শক্তির চূড়ান্ত উৎস হিসেবে পূজিত এই দেবীর আটটি হাত রয়েছে। যার প্রতিটিতে রয়েছে আলাদা আলাদা শক্তি ও আলোর উৎস। (প্রতীকী ছবি) সৌজন্য -পিটিআই
কার্তিক বা স্কন্দের মাতা হিসেবে পঞ্চম রাতে পূজিত হন দেবী স্কন্দমাতা। তাঁকে উদারতা, বীরত্ব ও মাতৃপ্রেমের প্রতীক হিসেবে ধরা হয়। প্রতীকী ছবি। সৌজন্য -পিটিআই
আদ্যাশক্তির সবচেয়ে শক্তিশালী রূপ মাতা কাত্যায়নীর পুজো করা হয় ৬ নম্বর রাতে। দুর্গার সবচেয়ে সহিংস অবতারের অন্যতম এই দেবী মহিষাসুরকে বধ করেছেন মনে করা হয়। (প্রতীকী ছবি) সৌজন্য -পিটিআই
সপ্তম রাতে পুজো করা দেবী কালরাত্রির। শুভঙ্করিণী নামেও পূজিত এই দেবীকে হিন্দুরা দুষ্ট বা অশুভ শক্তিকে দমন করে শুভফল দান করেন বলেই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। (প্রতীকী ছবি) সৌজন্য-পিটিআই
মা মহাগৌরীকে পুজো করা হয় অষ্টমীর দিনে। ভক্তদের বিশ্বাস, দেবীর এই রূপ সবকিছুকে বিশুদ্ধ ও পবিত্র করে জীবকে শান্তি দান করে। সাদা রূপের এই দেবী আট বছর বয়সী বলেও মনে করেন অনেকে। (প্রতীকী ছবি) সৌজন্য- পিটিআই
সিংহের উপরে বসে চার হাতে আর্শীবাদী মুদ্রা রূপ ধারণ করে নবম রাতে পূজো হয় মা সিদ্ধিদাত্রীর। তাঁকে সর্বক্ষেত্রে সিদ্ধিদানকারী দেবী হিসেবে মানার পাশাপাশি ভক্তরা মনে করেন দেবী সন্তুষ্ট হলে সংসারে আসে সুখ ও সমৃদ্ধি। (প্রতীকী ছবি) সৌজন্য- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -