পড়ুয়াদের উন্নতির জন্য কী পরামর্শ চাণক্যর? মানতে হবে কী নিয়ম
প্রাচীনকাল থেকে আজও প্রাসঙ্গিক চাণক্যর পরামর্শ। আট থেকে আশি, তাঁর নীতি মেনে চলে জীবনে ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হয়েছে অনেকেই। পড়ুয়ারা কীভাবে জীবনে সফল হবে তার জন্যও কিছু পরামর্শ দিয়েছেন তিনি।
চাণক্য
1/9
আচার্য চাণক্যের মতে, পড়ুয়াদের জীবন হল অমূল্য। এই সময়ে কোনও ভুল করলে সারাজীবন ধরে তার ফল ভোগ করতে হয়। (ছবি সৌজন্য এবিপি লাইভ)
2/9
অলসতা বা আলস্য হল পড়ুয়াদের সবচেয়ে বড় শত্রু। সবার প্রথমে তা ত্যাগ করে জীবনের লক্ষ্য স্থির করতে হবে।(ছবি সৌজন্য এবিপি লাইভ)
3/9
লক্ষ্য স্থির করার পর তৈরি করতে হবে তা পূরণ করার পরিকল্পনা। এই পদ্ধতি মানলে সফলতা আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও। (ছবি সৌজন্য এবিপি লাইভ)
4/9
পরিকল্পনা তৈরির পর নিতে হবে প্রস্তুতি। লক্ষ্যপূরণের জন্য যা একান্তভাবে প্রয়োজনীয়।(ছবি সৌজন্য এবিপি লাইভ)
5/9
সময়ের কাজ সময়ে করার পরামর্শ দিয়েছেন চাণক্য। না হলে প্রচুর কাজ একসঙ্গে জমে গিয়ে সমস্যা বাড়াবে বলেই মত তাঁর। (ছবি সৌজন্য এবিপি লাইভ)
6/9
আচার্য চাণক্যর মতে, পড়ুয়াদের সঙ্গী বা বন্ধু বেছে নিতে হবে ভাবনা-চিন্তা করে। খারাপ সঙ্গ একজন পড়ুয়ার জীবন সম্পূর্ণ ধ্বংস করতে পারে। (ছবি সৌজন্য এবিপি লাইভ)
7/9
একজন পড়ুয়াকে নেশা থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। কারণ নেশা মানুষের শরীর ও মনের পাশাপাশি স্বাস্থ্য এবং সম্পদও শেষ করে দেয়।
8/9
আত্ম সংযমকেও সাফল্যের অন্যতম পথ বলে উল্লেখ করেছেন চাণক্য। পড়ুয়াদের প্রশ্ন করার মানসিকতা তৈরির পরামর্শ দিয়েছেন।
9/9
পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন চিন্তা ও পরিকল্পনা তৈরির জন্য পড়ুয়াদের প্রস্তুত থাকতে বলেছেন।
Published at : 17 May 2024 07:17 PM (IST)