Goddess Lakshmi: লক্ষ্মী-নারায়নের পুজো করলে জীবনে আসে সাফল্য, কী করলে হয় বিপদ

Goddess Lakshmi Blessing: সনাতন ধর্মে মা লক্ষ্ণীকে ধন ও সম্পদের দেবতা মানা হয়। সাধারণত বৃহস্পতিবার পুজো করা হয় তাঁর। ধর্মীয় বিশ্বাস, লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে সমস্ত আর্থিক সমস্যার সমাধান হয়।

মা লক্ষ্মী

1/11
শাস্ত্র অনুযায়ী, বৃহস্পতিবার যদি নিয়মনীতি মেনে উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো করা হয় তাহলে মনের সমস্ত ইচ্ছাপূর হয়। বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করার পাশাপাশি অর্থের কোনওদিন অভাব হয় না।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
2/11
জ্যোতিষ মতে বিষ্ণু হলে বৃহস্পতিবারের অধিপতি দেবতা আর গ্রহ হল গুরু বৃহস্পতি। এই দিন গুরু বৃহস্পতির পুজো করলে গ্রহদোষ কেটে গিয়ে অর্থভাগ্য ভালো হয় আর ভগবান বিষ্ণুর পুজো করলে সফলতা আসে সমস্ত কাজে। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)
3/11
বৃহস্পতিবার যদি লক্ষ্ণী ও নারায়ণের একসঙ্গে পুজো করলে তাঁদের বিশেষ কৃপা পাওয়া যায়। পাশাপাশি এই দিন কিছু বিশেষ মন্ত্র জপ করলে অত্যন্ত খুশি হন নারায়ণ। কেটে যায় দেবগুরু বৃহস্পতির অশুভ প্রভাবও।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
4/11
দুধকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যয় কাউকে দুধ দান করতে নেই। তাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় শত প্রয়োজন হলেও কাউকে দুধ দান করবেন না।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
5/11
বৃহস্পতিবার নারায়ণের বিগ্রহের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালালে তাঁর আশীর্বাদ বর্ষিত হয় ভক্তের উপরে। ফলে সহজেই সমস্ত সমস্যা কেটে যাওয়ার পাশাপাশি তাঁর আনুকূল্য পাওয়া যায়।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
6/11
বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারকেও মা লক্ষ্ণীর দিন হিসেবে গণ্য করা হয়। এই দিন বিশেষ কিছু কাজ করলে যেমন তাঁর আশীর্বাদ পাওয়া যায় তেমনি কিছু কাজের জেরে অসন্তুষ্ট হন তিনি।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
7/11
নোংরা অত্যন্ত অপছন্দের জিনিস মা লক্ষ্মীর। যেখানে নোংরা থাকে সেই জায়গা পরিত্যাগ করেন দেবী। পাওয়া যায় না নারায়ণকেও।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
8/11
বিছানায় বসে খাবার খাওয়া অত্যন্ত অপছন্দের বিষয় মা লক্ষ্মীর। এতে যেমন নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তেমনি বড়লোকও গরিব হয়ে যায়। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)
9/11
সন্ধ্যা বা রাতে ঘরে ঝাড় দিলে দেবী লক্ষ্ণী অপ্রসন্ন হন তাই ভুলেও এই কাজ করবেন না। তাহলে বাড়বে বিপদ। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)
10/11
বাড়িতে রাতে কাপড় ধোয়া হলে মা লক্ষ্মী অসন্তুষ্ট থাকেন। এমন বাড়িতে মা লক্ষ্মী একেবারেই প্রবেশ করেন না। রাতে কাপড় ধোয়া নেতিবাচক শক্তিকে শক্তিশালী করে। তাই কাপড় সবসময় সকালে ধুয়ে ফেলতে হবে।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
11/11
ভগবান বিষ্ণু ছাড়া লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ। তাই কখনও একা একা লক্ষ্মীর পূজা করবেন না।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
Sponsored Links by Taboola