Dev Diwali 2023: গঙ্গার ঘাটে শয়ে শয়ে প্রদীপ-আলোকমালা, কলকাতায় পালন দেব দীপাবলি

Dev Diwali Kolkata:দেব দীপাবলি উদযাপন ঘিরে এদিন অন্যরকম পরিবেশ তৈরি

দেব দীপাবলি উদযাপন ঘিরে এদিন অন্যরকম পরিবেশ তৈরি

1/8
কলকাতা পুরসভার উদ্যোগে বাবুঘাটে পালন করা হল দেব দীপাবলি। প্রদীপ, আলোকমালায় সাজিয়ে তোলা হল গোটা বাবুঘাট চত্বর।
2/8
গঙ্গার ঘাটে শয়ে শয়ে প্রদীপ, আলোকমালায় সাজানো ঘাট, সুসজ্জিত রঙ্গোলি, লাল কার্পেটের ওপর প্রদীপের সারি।
3/8
দেব দীপাবলি ঘিরে এদিন বাবুঘাটে আয়োজন করা হয় ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
4/8
প্রথমে গঙ্গাদেবীর পুজো, এরপর বিশেষ ধাঁচে গঙ্গারতি, দেব দীপাবলি উদযাপন ঘিরে এদিন অন্যরকম পরিবেশ তৈরি হল বাবুঘাট চত্বরে।
5/8
এবার থেকে প্রতি বছর দেব দীপাবলি উদযাপন করা হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে।
6/8
কার্তিক পূর্ণিমার দিন কার্তিক মাসের শেষ দিন। দেব দেওয়ালিও এই দিনে পালিত হয়। বিশেষ করে বারাণসীতে, দেব দীপাবলি খুব আড়ম্বরে পালিত হয়।
7/8
এই দিনে কাশীর ৮৪টি ঘাট প্রদীপ দিয়ে সাজানো হয়। পৌরাণিক কাহিনী অনুসারে, এই দিনে ভগবান শিব রাক্ষস ত্রিপুরাসুরকে বধ করে দেবতাদের স্বর্গে ফিরিয়ে দিয়েছিলেন। এই খুশিতে দেবতারা এই দিনে দিওয়ালি উদযাপন করেন।
8/8
অন্য একটি বিশ্বাস অনুসারে, এই দিনে ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয় পূর্ণ আচারের সঙ্গে।
Sponsored Links by Taboola