Dhanteras 2024: ধনতেরসে ১০০ বছর পর ৫ শুভ যোগের অভূতপূর্ব সমাপতন! কোন মুহূর্তটা হাতছাড়া করবেন না ?
ধনতেরসে ২৯ অক্টোবর সকাল ১০ টা ৩১ এ শুরু হবে তিথি। ৩০ অক্টোবর দুপুর ১ টা ১৫ পর্যন্ত থাকবে তিথি।
Continues below advertisement
ধনতেরসে ১০০ বছর পর ৫ শুভ যোগের অভূতপূর্ব সমাপতন
Continues below advertisement
1/8
কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। তাই দীপাবলির দু'দিন আগে শুরু হয়ে যায় ধনতেরস। শুরু হয় কেনাকাটা।
2/8
এই বছর ধনতেরসতো নিঃসন্দেহে স্পেশাল। ধনতেরাসে ১০০ বছর পর, ত্রিগ্রহী যোগ, ত্রিপুষ্কর যোগ, ইন্দ্র যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, শশ মহাপুরুষ রাজযোগের সমন্বয় ঘটছে এবার।
3/8
এখন প্রশ্ন হল, ধনতেরসে , কখন কেনাকাটা করবেন । ধনতেরসে ২৯ অক্টোবর সকাল ১০ টা ৩১ এ শুরু হবে তিথি। ৩০ অক্টোবর দুপুর ১ টা ১৫ পর্যন্ত থাকবে তিথি।
4/8
এই তিথির সঙ্গে জড়িয়ে নানারকম পৌরাণিক ব্যাখ্যা। কেউ কেউ বলেন, সমুদ্রের ক্ষীরসাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী।
5/8
অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত করা হয় স্বর্গকে। তাই হয় দীপান্বিতা ।
Continues below advertisement
6/8
মানুষের বিশ্বাস, ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তাঁর ভক্তদের গৃহে যান ও ইচ্ছাপূরণ করেন। সম্পদের দেবতা কুবেরও এ দিন পূজিত হন।
7/8
আরও কথিত আছে, সত্যযুগে দেবাসুর যখন অমৃতের জন্য সমুদ্রমন্থনে রত তখন ক্ষীরসমুদ্র থেকে উঠে আসেন দেব চিকিৎসক ধন্বন্তরী।
8/8
ধন্বন্তরীকে বিষ্ণুর এক রূপ বলে ধরা হয়। সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য সবাই তাঁর পুজো করে। এই ধন্বন্তরীর পুজোই ধনতেরস।
Published at : 26 Oct 2024 08:13 AM (IST)