Diwali 2025 : রাবণরাজার দেশে দীপাবলি অনেকটাই আলাদা! আলোক আনন্দের মাঝেও এখানেই ব্যতিক্রমী শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার দীপাবলি ভারতের ঐতিহ্যের সঙ্গে যুক্ত, কিন্তু এর নিজস্বতা আছে। এখানে প্রদীপ শুধু ঘর নয়, হৃদয়ও আলোকিত করে। কিভাবে উদযাপন হয়, আসুন জানি।
Continues below advertisement
আলোক আনন্দের মাঝেও এখানেই ব্যতিক্রমী শ্রীলঙ্কা
Continues below advertisement
1/8
শ্রীলঙ্কা একটি বহু-ধর্মীয় দেশ, এখানে বৌদ্ধ, হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান সবাই বাস করে। এদের মধ্যে তামিল হিন্দু সম্প্রদায় দীপাবলি উৎসব খুব উৎসাহের সঙ্গে পালন করে। শ্রীলঙ্কায় এই উৎসবটিকে মন্দকে পরাস্ত করে ভালর বিজয়ের প্রতীক হিসাবে দেখা হয়, তবে এখানে রাম ও রাবণের কাহিনির সরাসরি উল্লেখ করা হয় না।
2/8
কারণটা পরিষ্কার । লঙ্কারাজ রাবণকে এখনও শ্রীলঙ্কায় একজন পণ্ডিত এবং শক্তিশালী রাজা হিসেবেই সম্মান করা হয়। এখানে দীপাবলিকে আলোর উৎসব বা লাম ক্রিয়ং বলা হয়। এর প্রস্তুতি কয়েক সপ্তাহ আগে থেকেই শুরু হয়।
3/8
এখানেও মানুষ তাদের ঘর পরিষ্কার করে। এই রীতিকে স্থানীয় ভাষায় সুথু কান্ডু বলে। এর অর্থ হল, নেতিবাচকতা দূর করে ইতিবাচক শক্তিকে স্বাগত জানানো। দীপাবলির আগে এখানেও বাজারগুলিতে উৎসবের আমেজ দেখা যায়, দোকান ও রাস্তায় প্রদীপ ও আলো দেওয়া হয়।
4/8
রাবণের দেশেও মানুষ নতুন কাপড়, গয়না ও মিষ্টি কেনে, ঠিক যেমনটা ভারতে দিওয়ালির আগে দেখা যায়। শ্রীলঙ্কায় উৎসবের সকালে তামিল পরিবার তেল মেখে স্নান করে দিনের সূচনা করে, যা পবিত্রতা ও শুদ্ধিকরণের প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়।
5/8
তারপর বাড়ির প্রধান দরজায় চালের গুঁড়ো দিয়ে সুন্দর আলপনা আঁকা হয়, যা অতিথি ও দেবতাদের স্বাগত জানানোর প্রতীক। শ্রীলঙ্কায় একটি বিশেষ প্রথা আছে, কলাপাতায় তৈরি ছোট ছোট প্রদীপ জ্বালানো হয়। এই প্রদীপগুলোতে মোমবাতি, মুদ্রা ও ধূপ রেখে সেগুলোকে জ্বালানো হয় এবং অনেকে এই প্রদীপগুলো নদী বা হ্রদে ভাসিয়ে দেয়। এটি সমৃদ্ধি ও শুভ প্রতীক হিসেবে মানা হয়।
Continues below advertisement
6/8
রাজধানী কলম্বোতে দীপাবলির সন্ধ্যায় বিশেষ শোভা দেখা যায়। এখানকার প্রাচীন শিব মন্দিরে শত শত ভক্ত পূজা-অর্চনার জন্য সমবেত হন। পুরো মন্দির প্রদীপ দিয়ে সাজানো হয় এবং বিশেষ আরতি করা হয়।
7/8
এই দিনটিতে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ভগবান শিব ও দেবী লক্ষ্মীর কাছে সমৃদ্ধি ও শান্তির জন্য প্রার্থনা করা হয় বলে মনে করা হয়। মজার বিষয় হল, শ্রীলঙ্কায় দীপাবলিকে রাবণ বধের উৎসব হিসেবে নয়, বরং অন্ধকারের বিরুদ্ধে আলোর বিজয় হিসেবে দেখা হয়।
8/8
বহু লোকের ধারণা যে দীপাবলি কেবল কলম্বোতেই সীমাবদ্ধ, কিন্তু সত্য হল শ্রীলঙ্কার প্রতিটি অঞ্চলে, যেখানে তামিল হিন্দুরা বাস করে, বিশেষ করে জাফনা, ত্রিনকোমালি এবং ক্যান্ডির মতো অঞ্চলে, দীপাবলির আলো দেখা যায়।
Published at : 17 Oct 2025 02:59 PM (IST)