Shiva : সোমবার এই কাজগুলি করলে রুষ্ট হতে পারেন মহাদেব !

মনে রাখতে হবে, কয়েকটি কাজ একেবারেই সোমবারে করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই কাজগুলি করলে ভগবান শঙ্করের আশীর্বাদ পাওয়া যায় না।

Shiva : সোমবার এই কাজগুলি করলে রুষ্ট হতে পারেন মহাদেব !

1/8
সোমবার ভগবান শিবকে উৎসর্গ করা হয়। সোমবার, ভগবান মহাদেবকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে পুজো করা হয়। ভক্তরা সোমবার উপবাস পালন করলে উপকার পাবেন বলে মনে করা হয়।
2/8
বিশ্বাস করা হয়,ভগবান শিব ভক্তদের নিষ্পাপ মন পছন্দ করেন। সামান্য উপাচারেই ভক্তদের প্রতি সন্তুষ্ট হন। ভোলানাথকে তুষ্ট করতে কয়েকটি ছোট ছোট জিনিস করতে পারলেই হল।
3/8
তবে মনে রাখতে হবে, কয়েকটি কাজ একেবারেই সোমবারে করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই কাজগুলি করলে ভগবান শঙ্করের আশীর্বাদ পাওয়া যায় না।
4/8
সোমবারে খাবারে কম চিনি ব্যবহার করা উচিত। এই দিনে কেউ সাদা কাপড় বা দুধ দান করবেন না। সোমবার উত্তর, পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে ভ্রমণ করা অশুভ বলে মনে করা হয়। এই দিনে ওই দিকগুলিকে ভ্রমণের প্রয়োজন হলে উল্টো দিকে কয়েক পা হেঁটে এই দিকগুলোতে যাত্রা শুরু করা যেতে পারে।
5/8
সোমবারে খাবারে কম চিনি ব্যবহার করা উচিত। এই দিনে কেউ সাদা কাপড় বা দুধ দান করবেন না। সোমবার উত্তর, পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে ভ্রমণ করা অশুভ বলে মনে করা হয়। এই দিনে ওই দিকগুলিকে ভ্রমণের প্রয়োজন হলে উল্টো দিকে কয়েক পা হেঁটে এই দিকগুলোতে যাত্রা শুরু করা যেতে পারে।
6/8
সোমবার শিবপুজোর সঙ্গে সঙ্গে পারিবারিক দেবতাদের পুজোও করা দরকার। নইলে তাঁদের অপমান বলে মনে করা হয়। এই কারণে একজন মানুষকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
7/8
সোমবার রাহুকালে ভ্রমণ এড়িয়ে চলুন এবং এই সময়ে কোনও প্রকার আধ্যাত্মিক ও শুভ কাজ করবেন না। এই দিনে বেগুন, সরিষার শাক, কালো তিল, মশলাদার সবজি এবং কাঁঠাল ইত্যাদি খাবেন না। এ ছাড়া কালো, নীল, বাদামি ও বেগুনি রঙের পোশাক এড়িয়ে চলতে পারলে ভাল।
8/8
এই দিনে ভগবান শিবকে হলুদ মিষ্টি নিবেদন করা উচিত নয়, কালো ফুলও দেওয়া উচিত নয়। এমনটা খুবই অশুভ বলে মনে করা হয়। সোমবার কারও সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন।
Sponsored Links by Taboola