Laxmi Puja: সংসারে অভাব-অনটন লেগেই আছে? লক্ষ্মীদেবীকে তুষ্ট করতে বৃহস্পতিবার করুন এই কাজটি
লক্ষ্মীদেবী চঞ্চলা, তাঁকে সংসারে বেঁধে রাখতে বৃহস্পতিবার বেশ কিছু কাজ করতে হবে। তবেই নিত্যদিন সংসারে অভাব-অনটন কমতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার ঠাকুরের সিংহাসনে কী কী জিনিস রাখতে হবে? বলা হয় যদি সিংহাসনে দক্ষিণাবর্ত শঙ্খ রাখেন তা শুভ। জলে ভরে ঠাকুরের সিংহাসনে এটি রেখে দিন।
প্রতি বৃহস্পতিবার মঙ্গলঘট বসানোকে শুভ মনে করা হয়। দেবী লক্ষ্মীও এতে প্রসন্ন হন।
দেবীর পুজোয় প্রতি বৃহস্পতিবার গঙ্গার জল নিবেদন করুন। এতে প্রসন্ন হন দেবী লক্ষ্মী। অর্থাভাবও ধীরে ধীরে কেটে যেতে পারে।
দেবী লক্ষ্মী পছন্দ করে কড়ি। তাই ঠাকুরের সিংহাসনে লক্ষ্মীবারেই কড়ি রাখুন।
ঘর সাজানোর পাশাপাশি ঠাকুরের সিংহাসনেও ময়ূরপুচ্ছ রাখতে পারেন। এতে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন।
যদি সম্ভব হয় তাহলে বৃহস্পতিবার শালগ্রাম শিলাও সিংহাসনে রাখতে পারেন। এতে ধনসম্পদ বৃদ্ধি পায়। অর্থাভাবও কেটে যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -