Diwali 2023: দীপাবলিতে পুজো দেওয়ার সময় এই কাজগুলি ভুলেও করবেন না! ঘোর অমঙ্গলের ইঙ্গিত
দীপাবলির রাতে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের যথাযথ আচারের সঙ্গে পূজা করলে ঘুমন্ত ভাগ্যও জাগ্রত হয় মনে করা হয় এমনটাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই দীপাবলির রাতকে অমানিশাও বলা হয়। কথিত আছে দীপাবলির রাতে মহালক্ষ্মী পৃথিবী পরিভ্রমণ করেন।
তাই দেবী লক্ষ্মীর কাছ থেকে ধন-সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ পেতে দীপাবলির রাত সবচেয়ে ভালো।
দীপাবলির রাতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে কুণ্ডলীতে শুক্র গ্রহ শক্তিশালী হয় এবং ব্যক্তিকে ধনী করে। এছাড়া দেবী লক্ষ্মীর আরাধনা করলেও ধন-সম্পদ ও খ্যাতি পাওয়া যায়।
দীপাবলিতে পূজার সময় কালো, বাদামী বা নীল রঙের পোশাক পরবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান।
দীপাবলির দিন ঘরের বাইরেও অন্ধকার হতে দেবেন না। রান্নাঘরে, বাড়ির বাইরে একটি বাতি জ্বালাতে ভুলবেন না।
প্রথমে গণেশ এবং তারপর দেবী লক্ষ্মীর মন্ত্রগুলি জপ করুন। শেষে আরতি করুন এবং শঙ্খ বাজান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -