Durga Puja 2025 : দেবীর কীসে আগমন,গমন কীসে, ঠিক হয় কীভাবে, আছে মজার হিসেব
পঞ্জিকা বলছে, ২০২৫ সালে দেবী দুর্গার আগমন হবে গজে এবং গমন হবে দোলায় । গজে দেবীর আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য শ্যামলা বসুন্ধরার প্রতীক।
দেবীর কীসে আগমন,গমন কীসে
1/8
পঞ্জিকা খুলে দুর্গাপুজোর তারিখ খোঁজার পাশাপাশি সকলেই দেখতেচান, এই বছর দেবীর কীসে আগমন, কীসে গমন। মানুষের বিশ্বাস, দেবীর আগমন ও গমনের সঙ্গে যুক্ত রয়েছে মনুষ্য জাতির ভবিষ্যৎ।
2/8
পঞ্জিকা বলছে, ২০২৫ সালে দেবী দুর্গার আগমন হবে গজে এবং গমন হবে দোলায় । গজে দেবীর আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য শ্যামলার প্রতীক, অন্যদিকে দোলায় গমন বা প্রস্থান মহামারী বা মড়কের আশঙ্কা নির্দেশ করে।
3/8
দেবীর আগমন ও গমন কীসে হবে তা নাকি অনেকটাই নির্ভর করে বারের উপর। সপ্তাহের কোন দিন, দেবী আসছেন আর কবে বিজয়া , সেটাই নির্ধারণ করে, দেবীর আগমন-গমন হবে কীসে চড়ে। সপ্তমী বা দশমী কী বারে পড়ছে তার ওপর নির্ধারিত হয় দেবীর সে বছর কীসে আসবেন ও কীসে যাবেন। আবার তাঁর নির্ধারিত যানের ওপর নির্ভর করে সে সময় প্রকৃতি কেমন থাকবে।
4/8
“রবৌ চন্দ্রে গজারূঢ়া, ঘোটকে শনি ভৌময়োঃ, গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।” অর্থাৎ সপ্তমী বা দশমী যদি রবিবার এবং সোমবার হয়, তাহলে দুর্গার আগমন ও গমন হবে গজে অর্থাৎ হাতিতে। এর ফল- “গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা”।
5/8
পৌরাণিক কাল থেকে দেব-দেবী, রাজা- মহারাজাদের কাছে গজ অর্থাৎ হাতির মর্যাদাই আলাদা। মনে কর হয়, সেই কারণেই দেবী দুর্গার গজে আগমনের ফল শস্যপূর্ণ বসুন্ধরা বলা হয়।
6/8
শনি বা মঙ্গলবারে সপ্তমী বা দশমী পড়লে দেবীর আগমন ও গমন হবে, ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। এর ফল- “ছত্রভঙ্গস্তুরঙ্গমে”। ঘোটক বা ঘোড়া যেমন ছটফটে কেমনই ঘোটকে আগমন ও গমনে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে মনে করা হয়। এর ফল, অরাজকতা, গৃহযুদ্ধ, রাজনৈতিক উত্থান- পতন
7/8
সপ্তমী বা দশমী যদি বৃহস্পতি ও শুক্রবারে হয় তাহলে দেবীর আগমন ও গমন হবে দোলায়। এর ফল- “দোলায়াং মরকং ভবেৎ”। দোলায় আগমন ও গমন সবচেয়ে অশুভ। দোলা পৃথিবীকে দুলিয়ে দিয়ে যায়
8/8
বুধবারে সপ্তমী বা দশমী হয় তবে দেবী দুর্গার যান হবে নৌকা। অর্থাৎ আগমন ও গমন হবে, নৌকায়। এর ফল-“শস্যবৃদ্ধিস্তুথাজলম”। এর ফলে প্রবল বন্যা, ঝড়, অতিবৃষ্টি হয়। সেই সঙ্গে দ্বিগুণ শস্যবৃদ্ধি আশা করা হয়।
Published at : 04 Sep 2025 10:25 AM (IST)