Friday Puja: শুক্রবারে কোন দেবতার পুজোয় বদলে যাবে ভাগ্য? করতে হবে কী কী
শুক্রবারে সবাই সাধারণত মহালক্ষ্মী, অন্নপূর্ণ, মা দুর্গা ও সন্তোষী মায়ের পুজো করা হয়ে থাকলেও বিশ্বাস করা হয় এই দিনটি দেবী দুর্গার জন্য উৎসর্গকৃত। (ছবি সৌজন্য- পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতি শুক্রবার দুর্গার আরাধনা করলে ভাগ্যে প্রচুর পরিবর্তন আসে বলে বিশ্বাস। তার জন্য দুর্গার বিগ্রহ বা ছবি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় বলেও মনে করা হয়।(ছবি সৌজন্য- পিটিআই)
বাস্তু মতে, শুক্রবার দেবী দুর্গার আরাধনা করার আগে দক্ষিণ-পূর্ব দিকে তাঁর বিগ্রহ বা ছবি রাখুন। এই কাজে ভুল করলে সমস্ত পুজোটাই মাটি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।(ছবি সৌজন্য- পিটিআই)
দেবী দুর্গার বিগ্রহ বা ছবির দক্ষিণ-পূর্ব দিকে এবার একটি মাটির প্রদীপ জ্বালাতে হবে। চেষ্টা করতে হবে ওই মাটির প্রদীপটি যেন পরের শুক্রবার পর্যন্ত জ্বলে। ধর্মীয় বিশ্বাস, প্রদীপ জ্বলে থাকার অর্থ দেবী জাগ্রত রয়েছেন।(ছবি সৌজন্য- পিটিআই)
নিয়ম মেনে মূর্তি বা ছবি বসালে এবং প্রদীপ জ্বালিয়ে রাখতে পারলে সব বিপদ থেকে রক্ষা পেতে পারেন। মুক্তি পেতে পারেন মানসিক চাপ বা অবসাদ থেকেও। (ছবি সৌজন্য- পিটিআই)
যদি পুজোর ঘরে মা দুর্গার মূর্তি বা ছবি রাখেন তাহলে আগে ঘরটি ভালো করে পরিষ্কার করে নেবেন। না হলে দেবী রুষ্ট হন। পুজোর আগে মূর্তি বা ছবি রেখেছেন সেই জায়গাটিও গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নিতে হবে।(ছবি সৌজন্য- পিটিআই)
বর্তমানে অনেক ছোট ফ্ল্যাটেই ঠাকুর ঘর থাকে না। পুজোর জন্য ঠাকুরের আসন পাতার আগে তাই সতর্ক থাকবেন। কোনওভাবে যেন রান্নাঘর বা বাথরুমের সামনে তা পাতা না হয়। ভালো করে খেয়াল রাখবেন এই দুটি ঘরের দেওয়ালও যেন ঠাকুরের মূর্তি বা ছবি ছুঁয়ে না থাকে। (ছবি সৌজন্য- পিটিআই)
আদ্যাশক্তি মা দুর্গার পুজোর উদ্দেশ্যে আনা সমস্ত জিনিস যেন বাড়ি বা ফ্ল্যাটের দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিকে থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। ধর্মীয় বিশ্বাস, শুক্রবারে মা দুর্গার স্তোত্র ও মন্ত্রপাঠ করে পুজো করলে জীবনে প্রচুর ইতিবাচক ঘটনা ঘটে। বাড়ির চারিদিকেও ইতিবাচক পরিবেশ তৈরি হয়। (ছবি সৌজন্য- পিটিআই)
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -