Falaharini Kali Puja : আজ ফলহারিণী কালী পুজো, কী ফল পাওয়া যায় আরাধনায় ? কী রীতিতে পুজো দক্ষিণেশ্বরে?
এই তিথিতে পুজো করলে দেবী ভাল-মন্দ সকল কর্মফল হরণ করে ইপ্সিত বা অভীষ্ট ফল ও মোক্ষ বা পারমার্থিক ফল প্রদান করেন, এমনটাই বিশ্বাস
Falaharini Kali Puja : আজ ফলহারিণী কালী পুজো, কী ফল পাওয়া যায় আরাধনায় ? কী রীতিতে পুজো দক্ষিণেশ্বরে?
1/9
আজ ফলহারিণী কালী পুজো (Phalaharini Kali Puja)। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা (Amavasya) তিথিতে এই পুজো করা হয়। ‘ফলহারিণী’ নামেই প্রকাশ যিনি ফল হরণ করেন।
2/9
এই তিথিতে পুজো করলে দেবী ভাল-মন্দ সকল কর্মফল হরণ করে ইপ্সিত বা অভীষ্ট ফল ও মোক্ষ বা পারমার্থিক ফল প্রদান করেন, এমনটাই বিশ্বাস
3/9
ভক্ত তাঁর ক্ষমতা অনুসারে যেটুকু সম্ভব ফল দিয়ে দেবীকে নিবেদন করেন। এই কালী পুজোর প্রধান নৈবেদ্যই হল ফল।
4/9
ফলহারিণী কালীপুজোয় আলাদা কোনও মন্ত্র নেই। বরং দক্ষিণাকালী পুজোর মন্ত্র ও পদ্ধতিতে ফলহারিণী কালীর পুজো হয়।
5/9
বিশ্বাস করা হয়, এই তিথিতে দেবীর পুজো-আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। বলা হয়, এ দিন শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী অর্থাৎ এই বিশেষ রূপে পুজো করেছিলেন।
6/9
দক্ষিণেশ্বর মন্দিরে প্রধান তিনটি কালীপুজো-- ফলহারিণী, দীপান্বিতা আর রটন্তী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে হয় ফলহারিণী পুজো। বিশ্বাস, এই পুজোতে কৃতকর্মের যাবতীয় ফল হরণ করেন দেবী। তাই এই পুজোর নাম ফলহারিণী কালীপুজো
7/9
রাতে প্রতিষ্ঠা করা হয় পুজোর ঘট। তারপর শুরু হয় পুজো। হয় বিশেষ আরতি, রাতভর চলে পুজো পাঠ।
8/9
কথিত আছে, ফলহারণী কালীপুজোর সময়ে সারদা মা-কে দেবী জ্ঞানে ষোড়শ উপচারে পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহসংদেব। তাই ফলহারিণী কালীপুজোর পাশাপাশি, সেই রীতি মেনে এদিন রামকৃষ্ণের শয়নকক্ষে মা সারদার পুজোও হয়।
9/9
পুজোর শেষে রামকৃষ্ণদেব তাঁর জপের মালাও অর্পণ করেন সারদাদেবীকে। আজও শ্রীরামকৃষ্ণদেব যেভাবে তাঁর দক্ষিণেশ্বরের শয়নকক্ষে পুজো করেছিলেন সারদাদেবীকে, ঠিক সেভাবে পুজো হয় সারদাদেবীর।
Published at : 18 May 2023 02:16 PM (IST)