Falaharini Kali Puja : আজ ফলহারিণী কালী পুজো, কী ফল পাওয়া যায় আরাধনায় ? কী রীতিতে পুজো দক্ষিণেশ্বরে?
আজ ফলহারিণী কালী পুজো (Phalaharini Kali Puja)। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা (Amavasya) তিথিতে এই পুজো করা হয়। ‘ফলহারিণী’ নামেই প্রকাশ যিনি ফল হরণ করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তিথিতে পুজো করলে দেবী ভাল-মন্দ সকল কর্মফল হরণ করে ইপ্সিত বা অভীষ্ট ফল ও মোক্ষ বা পারমার্থিক ফল প্রদান করেন, এমনটাই বিশ্বাস
ভক্ত তাঁর ক্ষমতা অনুসারে যেটুকু সম্ভব ফল দিয়ে দেবীকে নিবেদন করেন। এই কালী পুজোর প্রধান নৈবেদ্যই হল ফল।
ফলহারিণী কালীপুজোয় আলাদা কোনও মন্ত্র নেই। বরং দক্ষিণাকালী পুজোর মন্ত্র ও পদ্ধতিতে ফলহারিণী কালীর পুজো হয়।
বিশ্বাস করা হয়, এই তিথিতে দেবীর পুজো-আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। বলা হয়, এ দিন শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী অর্থাৎ এই বিশেষ রূপে পুজো করেছিলেন।
দক্ষিণেশ্বর মন্দিরে প্রধান তিনটি কালীপুজো-- ফলহারিণী, দীপান্বিতা আর রটন্তী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে হয় ফলহারিণী পুজো। বিশ্বাস, এই পুজোতে কৃতকর্মের যাবতীয় ফল হরণ করেন দেবী। তাই এই পুজোর নাম ফলহারিণী কালীপুজো
রাতে প্রতিষ্ঠা করা হয় পুজোর ঘট। তারপর শুরু হয় পুজো। হয় বিশেষ আরতি, রাতভর চলে পুজো পাঠ।
কথিত আছে, ফলহারণী কালীপুজোর সময়ে সারদা মা-কে দেবী জ্ঞানে ষোড়শ উপচারে পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহসংদেব। তাই ফলহারিণী কালীপুজোর পাশাপাশি, সেই রীতি মেনে এদিন রামকৃষ্ণের শয়নকক্ষে মা সারদার পুজোও হয়।
পুজোর শেষে রামকৃষ্ণদেব তাঁর জপের মালাও অর্পণ করেন সারদাদেবীকে। আজও শ্রীরামকৃষ্ণদেব যেভাবে তাঁর দক্ষিণেশ্বরের শয়নকক্ষে পুজো করেছিলেন সারদাদেবীকে, ঠিক সেভাবে পুজো হয় সারদাদেবীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -