Ganesh Chaturthi 2023 : এবার গণেশ চতুর্থীতে শুভ যোগ, জেনে নিন সিদ্ধিদাতার পুজোর শুভ মুহূর্ত
গণেশ চতুর্থী। মহারাষ্ট্র, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও, কর্ণাটক, গুজরাত, ওড়িশা, গোয়া, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহাসমারোহে পালিত হয় গণেশ চতুর্থী। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় হয় গণেশ পুজো। ১০ দিনের পুজো শুরু হবে 19 সেপ্টেম্বর 2023
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্ঞান ও সমৃদ্ধির দেবতা গণেশ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ভাদ্রপদ মাসে তাঁর জন্ম।
পঞ্জিকা অনুসারে, এই বছর গণেশ উৎসব ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন অনন্ত চতুর্থীতে শেষ হবে পুজো। উৎসবের শেষ দিনে গণপতি বাপ্পার প্রতিমা বিসর্জন হবে।
পঞ্জিকা অনুসারে, এবার ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালন হবে। অনন্ত চতুর্দশী পর্যন্ত পালিত হবে এই উৎসব। গণেশ চতুর্থীর দিন বাড়ি ও মণ্ডপে ঋদ্ধি সিদ্ধির দাতা গণপতির পুজো করা হয়।
মনে করা হয়, এই দশ দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তদের হাজির থাকেন বিঘ্নহর্তা গণেশ। তিনি ভক্তদের সমস্ত সমস্যা দূর করেন।
ভাদ্রপদ শুক্লা চতুর্থী শুরু হচ্ছে - ১৮ সেপ্টেম্বর দুপুর ১২.৩৯ এ।ভাদ্রপদ শুক্লা চতুর্থীর সময় শেষ হচ্ছে - ১৯ সেপ্টেম্বর দুপুর ১.৪৩
গণেশ চতুর্থীতে গণপতি প্রতিষ্ঠার আগে পুজোর জায়গা ভালো করে পরিষ্কার করুন। বেদিতে হলুদ বা লাল কাপড় বিছিয়ে দিন। একটি শুভ সময়ে, গণপতিকে পূর্বমুখ করে স্থাপন করুন।
এদিন ভগবান শ্রী গণেশের সঙ্গে শিব ও মা পার্বতীর পুজো করুন। লাড্ডু বা মোদক নিবেদন করুন এবং তারপর আরতি করুন।
এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ যাকে আশীর্বাদ করেন, তার সমস্ত খারাপ দূর হয়ে যায়। সেই সঙ্গে জীবনের সব বাধা দূর হয়ে যায়। গণেশ পুজো প্রতিদিন করা যায়, কিন্তু বুধবার তাঁর বিশেষ দিন। বুধবার উপবাস করে গণেশ পুজো করলে গণপতি বাপ্পার আশীর্বাদ পাওয়া যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -