Ganesh Chaturthi : মা দুর্গা কীভাবে গড়েছিলেন গণেশকে ? কী বলে প্রচলিত কাহিনি ?
মা দুর্গা ও গণেশের গল্প
1/8
দুর্গাষষ্ঠীর ব্রতকথায় রয়েছে গণেশের জন্ম বৃত্তান্ত। শিব পুরাণ অনুসারে একবার পার্বতী শিবের গণ অর্থাৎ অনুচর নন্দীকে দ্বার রক্ষার দায়িত্ব দিয়ে বলেন, ‘কেউ যেন মহলের ভিতর যেতে না পারে’।
2/8
এমন সময় শিব সেখানে এসে উপস্থিত হলেন। এতে ধর্ম সংকটে পড়লেন নন্দী। একদিকে শিব তাঁর প্রভু, অন্য দিকে পার্বতীর আদেশ।
3/8
কিন্তু নন্দী প্রভুকে বাধা দিলেন না। এদিকে শিবকে ভেতরে দেখে ক্রুদ্ধ হলেন পার্বতী। তখনই সখীদের সঙ্গে পরামর্শ করলেন এমন এক অনুচর তৈরি করতে হবে যে সব সময় পার্বতীর কথা শুনে চলবে।
4/8
যেমন ভাবা তেমন কাজ। পার্বতী নিজে যে চন্দন এবং হলুদ মেখে রূপচর্চা করতেন, শরীর থেকে সেই চন্দন এবং হলুদ নিয়ে এক বালকের মূর্তি গড়ে তুললেন
5/8
এরপর সেই বালকের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়। লোককথায় জানা যায়, শ্রীনারায়ণই সেই পুতুলের শরীরে প্রবেশ করে দুর্গা-পুত্র গণেশ হন।
6/8
মহাষষ্ঠীর ব্রতকথার সঙ্গে জড়িয়ে শ্রীগণেশের জন্ম মাহাত্ম্য । গণেশ মা দুর্গার আদরের পুত্র।
7/8
এবার গণেশ পুজো দুদিন ধরে । ১৮ ও ১৯ সেপ্টেম্বর। তবে ১৯ সেপ্টেম্বরই মূলত ঘরে ঘরে হবে গণপতি আরাধনা।
8/8
সারা ভারতে বিভিন্ন রাজ্যে হয় গণপতির পুজো। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে ১০ দিন ধরে চলে গণেশ বন্দনা।
Published at : 16 Sep 2023 02:45 PM (IST)