Ganesh Chaturthi 2024: ঘরে রাখুন এই গণেশ মূর্তি, আসবে অর্থের জোয়ার ; মিলবে আশীর্বাদও
সাধারণত মাটির গণেশ মূর্তি সাধারণত পুজো করা হয়। তবে মাটির গণেশ বাদেও অন্য অনেক জিনিস দিয়ে তৈরি গণেশ মূর্তি সংসারের পক্ষে শুভ হতে পারে। অর্থলাভের সম্ভাবনাও বাড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাটির গণেশের মূর্তির বদলে কাঠের মূর্তিও বাড়িতে আনতে পারেন। তবে কাঠের মূর্তি যেন পিপল, আম বা নিম কাঠের হয়।
বাড়ির মূল দরজার উপরের অংশে কাঠের মূর্তি রাখা শুভ হতে পারে। এতে বাড়িতে নেতিবাচকতা প্রবেশ করতে বাধা দেয়।
বাড়িতে গোবর দিয়ে তৈরি গণেশের মূর্তি স্থাপন করা যেতে পারে। যা শুভ বলে মনে করা হয়। এতে অর্থ লাভের সম্ভাবনার পথও প্রশস্ত হয়।
গণেশ চতুর্থীতে কোনও ধাতুর তৈরি মূর্তিও স্থাপন করা যেতে পারে। এক্ষেত্রে সোনা, রুপো বা পিতলের তৈরি গণেশের মূর্তি বেছে নিতে হবে।
হলুদের তৈরি গণেশ মূর্তি বাড়ির মন্দিরে রাখলে ভাল ফল পেতে পারেন। ভাল করে হলুদ বেটে তার সঙ্গে ময়দা এবং চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে গণেশের ছাঁচে ফেলে তৈরি করতে পারেন মূর্তি।
ভগবান গণেশের প্রসঙ্গে হলুদ রং পবিত্রতা, শান্তি, শুভ, সত্যের প্রতীক। পাশাপাশি ইন্দ্রিয় নিয়ন্ত্রণের প্রতীক।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, সাদা রঙের গণেশ মূর্তি আপনার বাড়িতে শান্তি, সমৃদ্ধি এবং সুখ আনতে পারে।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -